স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে নব গঠিত আলোর ভুবন পাঠাগার পরিদর্শন করেছেন পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি ও অর্থ মন্ত্রণলয়ের উপসচিব মোস্তফা মোরশেদ।
(২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় আলোর ভুবন পাঠাগারে তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব রুমন ফরাজি’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসচিব মোস্তফা মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ,সাহিত্য সম্পাদক এস এম মিজান, শিক্ষক ও প্রাবন্ধিক কাউসার খসরু , শিক্ষক এহতেরামুল হক সোহাগ , স্থানীয় মেম্বার নৃপেন পাল, মহিলা মেম্বার শিরিন আক্তার, সমাজকর্মী রুহুল আমিন, স্বপন সাওতাল, কাঞ্চন পাত্র, রঞ্জু কানু প্রমুখ।