চুনারুঘাটের আমুরোড গরুর বাজারে সুস্থ, অসুস্থ গরু শনাক্তে ভেটেরিনারি মেডিকেল টিম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের আমুরোড গরুর বাজারে সুস্থ, অসুস্থ গরু শনাক্তে ভেটেরিনারি মেডিকেল টিম

Link Copied!

 

মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড বাজার গরু কেনা-বেচার জন্য একটি ঐতিহ্যবাহী বজার। বাজারটি নিয়মিত সপ্তাহে দু’দিন সোমবার ও বৃহস্পতিবার বসে। পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে আজকের সোমবার (২৬ জুলাই) এ বাজার বেশ জমজমাট বাজারে পরিণত হয়।

সোমবার (২৬ জুলাই) উপজেলা প্রাণীসম্পদ দপ্তর কর্তৃক সুস্থ্য, অসুস্থ্য গরু সনাক্তকরণে ভেটেরিনারি মেডিকেল টিম বসানো হয়।

এ টিম পরিচালনায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ডাঃ এ জেড এম ওয়াহিদুল আলম ও স্থানীয় পশু চিকিৎসক মোঃ আব্দুল মুকিত মানিসহ উপজেলা প্রাণীসম্পদের আওতাভুক্ত সকল পশুচিকিৎসকবৃন্দ।

 

ছবি: সুস্থ, অসুস্থ গরু শনাক্তে ভেটেরিনারি মেডিকেল টিম

 

ডাঃ এ জেড এম ওয়াহিদুল আলমকে প্রশ্ন করা হলে, তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন-পবিত্র ঈদুল-আযহা মুসলমানদের একটি বড় ঈদ। এই ঈদকে সামনে রেখে বাংলাদেশ তথা সারাবিশ্বে লাখ লাখ গরু কোরবানী করা হয়। তাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাজারে ভিবিন্ন রোগাক্রান্ত গরু আসতে পারে, যা সাধারণ মানুষ না জেনে আল্লাহর সন্তুষ্টি লাভে কোরবানীর প্রদান করবেন। আর এ কারণে অসুস্থ্য গরুর মাংস খেয়ে যেন সাধারণ ধর্মপ্রাণ মুসলিম উম্মা অসুস্থ্য না হয়েপরেন তার জন্যই আমরা আজকের ভেটেরিনারি মেডিকেল সার্ভিস এর ব্যবস্থা করেছি। আমরা পরিক্ষা-নিরিক্ষা ছাড়া কোন গরু বাজারে প্রবেশ করতে দেই নাই।

এ যাবত বাজারে প্রবেশকৃত প্রতিটি গরু পরিক্ষা করেছি। কিন্তু কোন রোগাক্রান্ত গরু পাওয়া যায়নি। আমরা এ কাজ অব্যহত রাখবো যতক্ষণ পর্যন্ত বাজারে গরু প্রবেশ করবে।