চুনারঘাটে হঠাৎ যানজট- মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 10 June 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারঘাটে হঠাৎ যানজট- মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি

Link Copied!

মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে বুধবার সকালে মানুষের চলাচল এবং যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। শহরের মধ্যবাজারে ছিল নিত্যপণ্যের দোকানগুলোতে উপচে পড়া ভিড়।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় একই অবস্থা বিরজমান।তাছাড়া চুনারুঘাটে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। যার ফলে আগাম বাজার-সদাই  ক্রয় করতে সাধারণ জনতার এই ভিড় বলে ক্রেতাদের মাঝে অনেকেই মতামত ব্যক্ত করেন।
বিশেষ করে পাইকারি নিত্যপণ্যের বাজার বাল্লা রোড এলাকায় ছিল মানুষের অতিরিক্ত চাপ। কিন্তু কেহই মানছেন না কোনো স্বাস্থ্যবিধি নিয়মনীতি। অধিকাংশ লোকজনকেই দেখা যায় কোন মাস্ক ব্যবহার করেননি। কয়েকজন মাস্ক ব্যবহার করলেও তা থুতনিতেই সীমাবদ্ধ রেখেই অবাদে চলাফেরা করছেন।
কাঁচবাজার-মাছ বাজারেও যাচ্ছে তাই। সামাজিক দূরত্ব তো এখানে তুচ্ছ।লোকজন ঠেসাঠেসি করে ক্রয় বিক্রয়ে ব্যাস্ত।
দুপুরে মহাসড়কের চুনারুঘাট মধ্য বাজার ছিল অটোরিকশা, সিএনজি, টমটম, ইঞ্জিনচালিত রিকশা, টেম্পোর দখলে। সৃষ্টি হয় যানজট। পরে পুলিশ এসে মধ্য বাজার যানজট মুক্ত করে।
উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে শহর থেকে এক কিলোমিটার দূরে অটোরিকশা, সিএনজি, টমটম, ইঞ্জিনচালিত রিকশা, টেম্পো রাখার জন্য মাইকিং করা হচ্ছে। বিকেল ৪টার মধ্যে ফার্মেসি ছাড়া সকল দোকান-পাট,হোটেল,চা-দোকান  বন্ধ রাখতে বলা হচ্ছে।