চিরচেনা অলিপুর এখন অচিনপুর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 26 March 2020
আজকের সর্বশেষ সবখবর

চিরচেনা অলিপুর এখন অচিনপুর

Link Copied!

সৈয়দ হাবিবুর রহমান ডিউক::  করোনা পরিস্থিতিতে বদলে গেল হবিগঞ্জের শিল্প নগরী অলিপুরের  চিরচেনা দৃশ্য। সব দোকানপাট বন্ধ। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। চারদিকে উদ্বেগ এবং আতঙ্ক। চেনা নগর এখন অচেনা অলিপুর। দেখলে মনে হয়না অলিপুর এখন হাজারো লোকের সমাগম হওয়া ব্যস্ততম স্থান। ঢাকা-সিলেট মহাসড়ক হলেও আজ নেই কোন গাড়ির শব্দ। কাউন্টারে থাকা লোকজনেরও নেই হাক-ডাক। যাত্রীদের নেই গন্তব্যে যাওয়ার তারা।
কিছুক্ষণ পর পর টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়ি। প্রায় জনমানবশূন্য নগরকে জীবাণুমুক্ত রাখতে অলিপুরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, হবিগঞ্জে বিদেশ ফেরত ২হাজার ৫৯৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১হাজার ১১৬ হাজার জন। জেলার ৯টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩০০ জন। তবে এখনও জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়নি।