চিকিৎসকরা নিজনিজ কর্মস্থলে থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন : এমপি মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 23 October 2020
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকরা নিজনিজ কর্মস্থলে থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন : এমপি মজিদ খান

Link Copied!

তানজিল হাসান সাগর,বানিয়াচং :   হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, মানুষ চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে যান। চিকিৎসক যদি সেবার মন মানসিকতা নিয়ে রোগীর সেবা নিশ্চিত করেন তা হলে রোগী চিকিৎসকের জন্য দোয়া করেন।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে চিকিৎসক নিয়োগের পাশাপাশি সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ স্ব-স্ব কর্মস্থলে চিৎসকরা অবস্থান করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

ছবি : বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি ল্যাব দেখছেন এমপি মজিদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ

শুক্রবার (২৩অক্টোবর) সকালে বানিয়াচং উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটি আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

ছবি : বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাথছেন এমপি মজিদ খান

তিনি আরো বলেন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এতে অত্র এলাকার আরো বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে পারছে। তিনি হাসপাতালের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। সভা শেষে সবাইকে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন।

ছবি : বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ উদ্বোধন শেষে মোনাজাত করছেন এমপি মজিদ খানসহ অন্যান্যরা

উক্ত সভায় বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হাদি শাহপরান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।