চার মাস ধরে বন্ধ বাল্লা স্থল বন্দরের কার্যক্রম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চার মাস ধরে বন্ধ বাল্লা স্থল বন্দরের কার্যক্রম

Link Copied!

 

জাহাঙ্গীর আলম, চুনারুঘাট : করোনার প্রাদুর্ভাবের কারণে হবিগঞ্জে চুনারুঘাট বাল্লা স্থল বন্দরের কার্যক্রম চার মাস ধরে বন্ধ রয়েছে। এতে পাসপোর্টধারী যাত্রী ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। স্থল বন্দরের সাথে জড়িত সকল শ্রমিক রয়েছেন অর্থ কষ্টে। সরকার হারাচ্ছে রাজস্ব।

বাল্লা স্থল বন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশের বাল্লা স্থল বন্দরের
ইমিগ্রেশন দিয়ে প্রতি মাসে তিন থেকে ৪’শ পাসপোর্টধারী
যাত্রী আসা যাওয়া করেন। এ ছাড়া এ স্থল বন্দর দিয়ে ব্যবসায়ীরা
সিমেন্ট, কয়লা, ইট, মাছ, শুটকি, প্লাস্টিকজাত পণ্য, খাবার সামগ্রী ইত্যাদি রফতানি করে থাকেন। রফতানি বন্ধ থাকার ফলে লক্ষ লক্ষ টাকার পণ্য রফতানি থেকে বঞ্চিত হয়ে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

 

 

বাল্লা স্থল বন্দরের ব্যবসায়ী সমিতির সভাপতি জালাল উদ্দিন খাঁন বলেন, ১৩ মার্চ থেকে বাল্লা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। দেশের অন্যান্য স্থল বন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়িক কার্যক্রম চালু থাকলেও বাল্লা স্থল বন্দর বন্ধ রাখা হয়েছে। ফলে বন্দরের সাথে জড়িত ব্যবসায়ী ও শ্রমিক মারাত্বক বিপাকে পড়েছেন। এ ব্যপারে কর্তৃপক্ষকে নজর দেয়া প্রয়োজন।