চলে গেলেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 June 2020
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান।

Link Copied!

মামুনূর রশীদ। আজমিরীগঞ্জ প্রতিনিধি :   আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের রসলপুর গ্রামের কৃতি সন্তান সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান ১২জুন শুক্রবার দুপুর ১২টায় কিশোরগঞ্জের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর আগে উনি বিভিন্ন বার্ধক্যজনিত রুগে ভুগছিলেন।
মৃত্যুর সময় উনার বয়স হয়েছিল ৭০ বছর।

হাবিবুর রহমান ১৯৫০ সালের ৩রা অক্টোবর পিতা জনাব বাদশা মিয়ার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন।
১৯৬৬ সালে কিশোরগঞ্জের এক স্কুল থেকে কৃতিত্বের সাথে মেট্রিকুলেশন পাশ করে নরসিংদী আইডিয়াল কলেজে ভর্তি হন।সেখান থেকে ১৯৫৮ সালে ইন্টারমিডিয়েট পাশ করার পর ঢাকায় চলেযান গ্রাজুয়েট পড়ার জন্য। ২ বছর যেতে না যেতেই ১৯৭১ সালে শুরু হয় মুক্তিযুদ্ধ।

জীবনের সব পিছুটান ঝেড়ে মাতৃভূমি রক্ষার তাগিদে ঝাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। প্রায় ১৫০শ’ সদস্য নিয়ে নিজের নামে ঘটন করলেন “হাবিব কোম্পানি ফ্রন্ট” নামে এক অকুতোভয় গেরিলা যুদ্ধা সৈনিক দল।
তিনি তার দলের সদস্যদের নিয়ে ১১ নং সেক্টরে যদ্ধ পরিচালনা করেন।
দেশ সাধীন হওয়ার পর তিনি আবার কিশোরগঞ্জ গুরুদয়াল কলেক থেকে বিএসসি পাস করেন।

তিনি ছাত্রজীবনে বাম ছাত্রসংগঠনের সাথে জরিত ছিলেন বিধায় যুদ্ধ শেষে তিনি মাওলানা ভাসানীর রাজনৈতিক দল “ন্যাপে” যোগ দিয়েছিলেন।

১৯৭৫ এ দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর মাওলানা ভাসানীর মন্ত্রে উদ্ভুদ্ধ হয়ে তার নিজ গ্রামের অবহেলিত ও পিছিয়েপড়া  জনগণের  কথা চিন্তা করে তিনি চলে গেলেন গ্রামের বাড়িতে।


যোগদেন কাধে কাধ মিলিয়ে গ্রামের উন্নয়ন ও গরীব মেহনতী মানুষের মুখে হাসি ফোটাবার কাজে।
সাম্য,মৈত্রী ভ্রাতৃত্ববোধে উদ্ভুদ্ধ করে গ্রামের আপামর জনসাধারণকে নিয়ে শান্তির নীড় ঘটনের জন্য নিরন্তর ছুটেচলেছেন  রাতদিন এক করে।

এরই মধ্যে তিনি পরিচিত হয়ে উঠেন ইউনিয়নবাসীর প্রিয়মুখ হিসেবে।
১৯৭৭ সালে আপামর জনসাধারণের পিড়াপীড়িতে প্রার্থী হন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে।
জনগণও আস্থার প্রতিধান হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত করে জয়ের মালা পড়ান।
৭বছর ইউনিয়নবাসীর সুখে দুঃখে গরিবের চেয়ারম্যান হিসেবেই পাশে থাকেন।
কিন্তু তার পর কয়েকবার চেয়ারম্যান কেন্ডিডেট হিসেবে প্রার্থী হলেও হার মানের জনাব নূরুল হক ভূইয়ার কাছে।

এর কয়েকবছর পর তিনি পারি জমান আমেরিকায়।সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
মৃত্যুর কয়েকমাস আগে তিনি এসেছিলেন প্রিয় মাতৃভূমি দেখার জন্য।
কি ভাগ্য তার।
যে পবিত্র ভূমি তিনি নিজ হাতে স্বাধীন করলেন ঘটনা চক্রে তিনি সে ভূমিতেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
কিন্তু যাওয়ার সময় হয়তো তিনি বড় আক্ষেপ নিয়েই গেলেন।  তার মাতৃভূমি অচেনা, আজানা এক করোনা নামক ভাইরাসের সাথে এক অসম যুদ্ধে বিপর্যস্ত তার দেশ।
দেশের এই ক্রান্তিলগ্নে তার চলে যাওয়ায় এলাকার সর্বসাধারণ শোকে মুহ্যমান।
এলাকার বিশিষ্টজনেরা তার মৃত্যকে অবিভাবক সংকট হিসেবেই দেখছেন

জীবনে তিনি অসংখ্য কৃতি সংবর্ধনা ও নাগরিক সম্মাননা পেয়েছেন।

মৃত্যুর পর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মাননা “গার্ড আব অনার”দেওয়া হয়েছে।
১৩ জুন শনিবার দুপুর ১১টায়
বৃষ্টি বিঘ্নিত দিনে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজা ও সম্মাননার সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ আসনের এমপি জনাব আব্দুল মজিদ খান,আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসবাহ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।