চলে গেলেন ভাষা সৈনিক সৈয়দ অ্যাড.আফরোজ বখত : দৈনিক আমার হবিগঞ্জ পরিবারের শোক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 23 September 2020
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন ভাষা সৈনিক সৈয়দ অ্যাড.আফরোজ বখত : দৈনিক আমার হবিগঞ্জ পরিবারের শোক

Link Copied!

স্টাফ রিপোর্টার :  ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত বুধবার (২৩ সেপ্টেম্বর ) দুপুর আনুমানিক ১ঃ৪০ মিনিটের  সময় মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত ১৯৩৫ সালের ৩১ মার্চ বানিয়াচং উপজেলার করচা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ খুরশেদ আলী ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। তিনি প্রাইমারিতে লেখাপড়া করেন মথুরাপুর প্রাথমিক বিদ্যালয়ে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫২ সালে ম্যাট্রিক পাস করেন। পরে সরকারি বৃন্দাবন কলেজে ভর্তি হয়ে বামপন্থী ছাত্ররাজনীতিতে জড়িয়ে যান।

 

ছবি : মরহুম অ্যাড.সৈয়দ আফরোজ বখত এর ফাইল ছবি

 

১৯৫৩ সালে এইচএসসি পাস করার পর সেখানেই স্নাতক শ্রেণিতে ভর্তি হন। ১৯৫৫-১৯৫৬ সেশনে কলেজের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। ১৯৫৮ সালে বিএ পাস করেন। ১৯৬৫ সালে ঢাকা সিটি ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে তিনি ন্যাপের (ওয়ালি-মোজাফফর) হবিগঞ্জ মহকুমার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের ত্রিপুরায় গিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

 

১৯৭৪ সালের ২৮ জুলাই তিনি হুসনে আরা কোরেশির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সৈয়দ আফরোজ বখতের তিন ছেলে এক মেয়ে ও অসংখ্য আত্নীয়স্বজন গুনগাহী রেখে গেছেন।

 

এ দিকে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত এর মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত, নির্বাহী  সম্পাদক নুরুজ্জামান মানিক, বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, প্রধান প্রতিবেদক তারেক হাবিব।