ঘুরে ফিরে বার বার একই জায়গায় পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি লতিফা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 17 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ঘুরে ফিরে বার বার একই জায়গায় পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি লতিফা

তারেক হাবিব
October 17, 2024 9:18 am
Link Copied!

সরকারি চাকুরিতে কর্মস্থল বদলী প্রক্রিয়া স্বাভাবিক। তবে বদলী হলেও বার বার একই জায়গায় রহস্যজনকভাবে ফিরে আসছেন হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর লতিফা বেগম। এ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। কেউ কেউ বলছেন, দীর্ঘদিন একই অফিসে চাকুরি করার সুবাদে গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসায়ীক সিন্ডিকেট। হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের মূল প্রবেশদ্বারের বেশ কয়েকটি অনলাইন আবেদন সার্ভিস ব্যবসা প্রতিষ্ঠানের সাথে চলে তার দহরম-মহরম।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর লতিফা বেগমের ঘনিষ্ঠ সুত্র জানায়, স্বামীর বাড়ি হবিগঞ্জ জেলার কাছাকাছি থাকার সুবাদে নিজেকে হবিগঞ্জের স্থানীয় লোক পরিচয় দিয়ে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন একতরফা বানিজ্য। পাসপোর্ট অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ, কর্মস্থলে আধিপত্য বিস্তার, অনলাইন আবেদন সার্ভিস দোকানগুলো থেকে মাসোহারা আদায়, সাংকেতিক চিহ্ন দিয়ে ব্যক্তিগত ফাইল তৈরিসহ আরও অসংখ্য অভিযোগ রয়েছে লতিফা বেগমের বিরুদ্ধে। সুত্র জানায়, প্রায় চার বছর ধরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আছেন ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর লতিফা বেগম।

মাঝখানে কিছুদিনের জন্য রাজধানীর আফতাব নগর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলী হলেও কয়েক মাসের মধ্যেই আবার হবিগঞ্জ সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদিপ চন্দ্র দাসের মাধ্যমে কৌশলে হবিগঞ্জ আঞ্চলিক অফিসে চলে আসেন তিনি। সংসদ সদস্যের ওই ব্যক্তিগত সহকারীকে ব্যবহার করে কর্মস্থলে একক আধিপত্য বিস্তার করতেন লতিফা।

এদিকে, লতিফা বেগম ও তার আরও কয়েকজন সহযোগীর নানা অপকর্মের প্রতিকার চেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক ভুক্তভোগী। তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, অনলাইন আবেদনে তথ্য অসম্পূর্নসহ আরও নানা অপ্রাসঙ্গিক কথাবার্তা উপস্থাপন করে আবেদন নিয়ে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে কোন কারন ছাড়াই বকাঝকা শুরু করেন লতিফা। পরে বিষয়টির সমাধান করেন সহকারী পরিচালক বজলুর রশিদ।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, ভুক্তভোগীদের অভিযোগসহ আরও কিছু বিষয়ে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর লতিফা বেগম’কে শোকজ করা হয়েছে। আরও কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দাপ্তরিক ব্যবস্থা গ্রহন করা হবে।