মামুনূর রশীদ, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জের কাকাইলচেও ইউনিয়নের মামুদপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে মরিয়ম আক্তার ২’রা আগষ্ঠ দুপুর ১২’টার দিকে পানিতে ডুবে মারা গেছে। পরিবার সুত্রে জানা যায়, ৫ বছর বয়সী শিশু মরিয়ম আক্তার ঘরেই খেলাদুলা করছিলো। বাড়ির চতুর্পাশে থৈ থৈ পানি। হটাৎ মরিয়মকে পাওয়া যাচ্ছিলনা। সন্দেহের বশে টানা জাল দিয়ে খোজ করার পর জালে ধরা পড়ে শিশু মরিয়মের লাশ।
পরে পেট ভর্তি পানি বের করার চেষ্টা করা হলেও বাচানো যায়নি মরিয়মকে। মরিয়মের পিতা জাহাঙ্গীর মিয়া জানান, “পানির ঢরে সব সময় মরিয়মকে চোখে চোখে রাখি। কিন্তু সামান্য সময়ের ব্যবধানে কখন যে কি হয়ে গেলো কিছুই বুঝতে পারিনা”। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরেন। ইদের পরদিন ঘরে ঘরে আনন্দ থাকলেও জাহাঙ্গীর মিয়ার ঘরে শুধুই কান্নার রুল।
শুধু মামুদপুরই নয়, গেল ১৫ দিনে কাকাইলছেও ইউনিয়নের অন্তত ৭’জন শিশু পানিতে পরে মারা যায়।
মামুদপুর এলাকাবাসী জানান, বন্যার পানি চারদিক থেকে গিরে রেখেছে। রাত হলে থাকে চোরের ভয় আর দিন হলে বাচ্ছাদের পানিতে ডুবে যাওয়ার ভয়। আমাদের জান মালের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ছে।