গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ৯০ টি পরিবারের মধ্যে অর্থ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 8 May 2020
আজকের সর্বশেষ সবখবর

গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ৯০ টি পরিবারের মধ্যে অর্থ বিতরণ

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ   কোভিড-১৯ মহামারি দুর্যোগ এবং মাহে রমজানের উপলক্ষে নবীগঞ্জের ১৩ টি ইউনিয়নের হত দরিদ্র এবং কর্মহীন মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরনের অংশ হিসেবে ৬ নং কুর্শি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯০ টি পরিবারে মধ্যে গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারের লোকজনের মধ্যে ৫ শত টাকা বিতরণ করা হয়।

শুক্রবার (০৮ মে) সকালে শেখ বাড়ী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই সামাজিক দূরত্ব বজায় রেখে এই অর্থ প্রদান করা হয়। গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক তুহিন আহমেদ চৌধুরী, তোহা চৌধুরী, ও আতাউর রহমান চৌধুরীর পক্ষ থেকে অর্থ বিতরণ করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু।এ সময় অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শেখ সফিকুজ্জামান শিপন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া সাংবাদিক হাসান চৌধুরী প্রমুখ।