এলাকার সর্দার/ছান্দ সর্দার প্রথা বিলুপ্ত করা উচিত ! যেখানে এলাকায় ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নে সরকারের প্রতিনিধিরা আছেন সেখানে এই সর্দার/ছান্দ সর্দার এরা কারা ? এসবের কোন দরকার আছে বলে মনে হয়না ।
দাঙ্গা-হাঙ্গামার একমাত্র মুল কারণ এই সর্দারি। অধিকাংশ মারামারি হয় এলাকার সর্দারি আর টাকা পয়সার হিসাব-নিকাশ নিয়ে। আবার কে এলাকার সর্দার/ছান্দ সর্দার হবে সেটা নিয়েও দুই পক্ষের লোকজনদের মধ্যে সৃষ্টি হয় মনোমালিন্য সেই থেকে শুরু হয় ঝগড়া-বিবাদ। আর এখান থেকেই সুত্রপাত হয় গ্রাম্য রাজনীতি বা ভিলেজ পলিটিক্স।
এই ভিলেজ পলিটিক্স এর ফাঁদে পরে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন গ্রামের সহজ-সরল মানুষ। ভিলেজ পলিটিক্স এর নেপথ্যে সাধারণত গ্রামের কিছু সংখ্যক দুষ্টু লোকেরা থাকেন।
তারা এমন লোক যে মারাত্বক অপরাধ করেও ধরাঁছোয়ার বাইরে রইয়ে যান। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেনা। প্রতিবাদ করার সাহস ও পাইনা। কেউ প্রতিবাদ করতে গেলেই তাকে উল্টো ফাঁদে পড়তে হয়, বিপদে পড়তে হয় প্রতি পদে পদে।
যারা এই গ্রাম্য রাজনীতির নায়ক তারা সব সময় সমাজের কাছে ভাল মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে চান। অনেক সময় সেই চেষ্টাই তারা সফলও হয়। গ্রামের সকলে তাদের সম্মানের চোখে দেখে। কিন্তু প্রকৃতভাবে ওসব নায়কদের কেউ সম্মানের চোখে দেখেনা। গ্রাম্য রাজনীতিবিদরা নানা ছলচাতুরির মাধ্যমে নিজেদের স্বার্থের সিদ্ধি লাভ করতে চান।
নিজেদের স্বার্থের জন্য তারা সবকিছু করতে পারেন। সাধারণত গ্রামের মানুষরা সুখ-দুঃখে সবাই পরস্পরের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন । যে কোনো ধরনের সমস্যার সমাধানে সকলে এগিয়ে আসেন। একে অপরের প্রতি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। একের উপর অপরের থাকে অগাধ আস্থা ও বিশ্বাস। ভাতৃত্ববোধ আর ভালোবাসায় শত্রুতাগুলো বন্ধুত্বে পরিণত হয়।
অথচ সময়ের ব্যবধানে সেই গ্রামীণ সমাজ যেন আজ অস্থির হয়ে উঠেছে। সেই সৌহার্দ্যপূর্ণ গ্রামীণ শৃঙ্খলা আজ হারিয়ে যাচ্ছে। আফসোস যে, এক শ্রেণির হীনমনের মানুষ গ্রামের সাধারণ মানুষ গুলোর আবেগ নিয়ে খেলা করছে। যেখানে গ্রামের সাধারণ মানুষ গুলো নিজ পরিবার ও সমাজের পরিচয়ে বেড়ে ওঠে সেখানে আজ কথিত দল ও নেতার পরিচয়ে বেড়ে ওঠতে দেখা যায়।
একসময় মানুষ বলতো আমি অমুক বংশের লোক, আজ বলছে আমি অমুক দলের হুমুক নেতার লোক।একসময় গ্রামের শালিস গুলো মুরুব্বিদের সম্বন্বয়ে সম্পন্ন হতো। মুরুব্বিদের কথার উপরে কেউ কথা তুলতো না। কিন্তু আজ শালিস গুলো করছে কথিত রাজনৈতিক নেতা। যিনি শালিসে যাওয়ার সময় একদল গুন্ডাপান্ডা সাথে নিয়ে যান।
নেতারা শালিস দাবিদারের পলিটিক্যাল ধ্যান ধারণা, অর্থকড়ি, দাপট ও প্রভাবের বিষয় মাথায় রেখে রায় দেন। তাদের কাছে নীতির কোনো বালাই নাই। ভ্রুক্ষেপ নেই ন্যায় অন্যায়ের। “জোর যার মুল্লক তার”এমন ভাবটাই অনেকাংশে লক্ষণীয়। দাঙ্গা, মারামারি, অপরাজনীতি, অনৈতিক লেনদেন, অনৈতিক প্রভাব,স্বজনপ্রীতি,দলপ্রীতি আজ প্রতিটি সেক্টরে ক্যান্সারে পরিণত হয়েছে ।
তাই এসব থেকে উত্তরণ পেতে হলে আমাদেরকে আগে মন মানসিকতা পরিবর্তন ঘুণে ধরা সমাজের সর্দার প্রথা সিস্টেম বাতিল করে সরকার তথা জনপ্রতিনিধিদের উপর দায়িত্ব এমনকি তাদের উপর আস্থা রেখে সার্বিক জীবনযাপনের ভিত্তি মজবুত করতে হবে।