স্টাফ রিপোর্টার : মোঃ আবু জাহির এমপি’র ব্যক্তিগত সহকারী সুদীপ দাসের অন্যতম সহযোগী আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ২ সদস্যকে চোরাই গাড়ীসহ আটক করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ। গত সোমবার (১৪মার্চ) রাতভর অভিযানে গোয়েন্দা পুলিশের ঢাকার একটি টিম তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হলো মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বল ও হবিগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন ফার্মেসী ব্যবসায়ী আব্দুল হাই রুবেল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি ক্রয় করে এখানে এনে বিক্রি করছিল। ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল ওই সময়ে শহরে অভিযান চালায়। এ সময় সদর হাসপাতলের সামনে মা ফার্মেসি’র সত্ত্বাধিকারী আব্দুল হাই রুবেলকে আটক করে।
তার কাছ থেকে একটি চোরাই প্রাইভেট কার জব্দ করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার অন্যতম সহযোগি শ্যামলী এলাকার বাসিন্দা রহমান আলীর পুত্র তারেকুল ইসলাম অলির বাসা থেকে আরও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। অভিযানের আগাম খবর পেয়ে তারেক কৌশলে পালিয়ে যায়। রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে মাধবপুরে অভিযান চালিয়ে তার আরেক সহযোগি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে কৃষ্ণনগরের বাসা থেকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্যে অভিযান চালিয়ে মাধবপুর থেকে আরও দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়। এ ছাড়াও শহরতলীর বড় বহুলা গ্রামের দিদার মিয়ার পুত্র সোহেল মিয়ার বাসা থেকে আরও একটি চোরাই গাড়ী জব্দ করে ডিবি পুলিশ।
এদিকে দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে জানা যায়, আটককৃত গাড়ীচোর চক্রের সদস্যদের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে যাওয়া গাড়িগুলো কেনা-বেচা হয়ে আসছিলো। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাসহ ওই চক্রের কয়েকজন সদস্য গাড়ী চুরির সাথে সরাসরি জড়িত থেকে চক্রের গডফাদার তারেকুল ইসলাম অলি ওরফে চশমা তারেকের মাধ্যমে ভূয়া নিলামের কাগজ তৈরি করে কেনাবেচা করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।
কে এই চশমা তারেক? হবিগঞ্জ শহরের চশমা তারেক নামে খ্যাত তারেকুল ইসলাম অলির পৈত্রিক নিবাস সদর উপজেলার লোকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। সে ওই গ্রামের রহমান আলীর পুত্র। জানা যায়, চশমা তারেক কর্মজীবনের শুরুতে শহরের তিনকোনা পুকুড়পাড় এলাকায় এক চশমার দোকানে শ্রমিক হিসেবে কাজ করত। দোকানের প্রয়োজনীয় বিক্রয় পণ্য অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে নিয়ে আসতো তারেক। সেখান থেকেই আস্তে আস্তে চোরাই চক্র সিন্ডিকেটে প্রবেশ তার।
চোরাই গাড়ী ক্রয় করে কতিপয় অসাধু ব্যক্তির মাধ্যমে ভূয়া নিলামের কাগজ তৈরি করে চড়া দামে গাড়ী বিক্রি করত সে। চোরাই পণ্য কেনা-বেচা করায় এর আগে একাধিকবার জেলেও যেতে হয়েছে তাকে। এভাবেই মাত্র কয়েক বছরে অঢেল সম্পদের মালিক বনে যায় তারেক। শ্যামলী এলাকায় ক্রয় করে কোটি টাকা দামের বাড়ি। রাজকীয় চলা-ফেরা দেখে বুঝার উপায় নেই, তার সুনির্দিষ্ট পেশা কি।
পুলিশের বা জুডিসিয়াল কোন কর্মকর্তা অথবা মোঃ আবু জাহির এমপির ব্যক্তিগত সহকারী, সবার সাথে ছিলো সমান সখ্যতা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা জানান, কতিপয় অসাধু ব্যক্তির মাধ্যমে আদালত ও পুলিশের কাছে জব্দকৃত মোটরসাইকেলগুলো কৌশলে নিলামের মাধ্যমে একচেটিয়াভাবে ক্রয় করত সে। মোবাইল, দামী গাড়িসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সীমান্ত এলাকা দিয়ে নিয়ে আসতো সে। ধরা পড়লে পেছন থেকে তাকে সাহায্য করত মোঃ আবু জাহির এমপির ব্যক্তিগত সহকারী।
এ ব্যাপারে মোঃ আবু জাহির এমপির ব্যক্তিগত সহকারী সুদীপ দাসের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।