গোবিন্দুপুর গ্রামের সুদখোর মতিনের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 10 August 2020
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দুপুর গ্রামের সুদখোর মতিনের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের

অনলাইন এডিটর
August 10, 2020 11:24 pm
Link Copied!

ছবি: সুদখোর মতিন।

 

হবিগঞ্জ সদর : হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুদখোর আব্দুল মতিনের বিরুদ্ধে জেলা প্রশাসক বারাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে গতকাল সোমবার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দুপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে অভিযুক্ত আব্দুল মতিনের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গোবিন্দপুর, রামপুর ব্যবসায়ীদের কাছ থেকে, উমেদনগর, রামপুর, আউড়া, মজলিপুর, রামনগর, টঙ্গিরঘাট, শিকারপুর, গোবিন্দপুর, পূর্ব অনন্তপুর এলাকার লোকজনের নিকট থেকে চরা সুদের ব্যবসা করে আসতেছে। যার ফলে এলাকার অনেক নিরীহ পরিবার পালিয়ে জীবন যাপন করছে এবং টাকা প্রদানকালে কৌশলে হিসাবে সুদ খোর মতিন মিয়া এবং তার ছেলেরা ভুক্তভোগীর স্বাক্ষরযুক্ত ব্লাংক চেক নিয়ে আসে এবং কোন কোন লোকের নিকট হতে বাড়ি-ঘর এবং জমিজমার কাগজপত্র নিয়ে থাকে।

এই ভাবে সুদের ব্যবসা পরিচালনাকালীন সময়ে অনেক লোক টাকা পয়সা চরা সুদে টাকা দিতে ব্যর্থ হলে তাদের নামে তাদের নিকট হতে স্বাক্ষরযুক্ত ব্লাংক চেকে টাকার হিসাব বসিয়ে আদালতে মামলা করার ভয়ভীতি দেখিয়ে আসছে। আবার অনেকে টাকা দিতে না পারলে জমি-জমা বাড়ি-ঘরের ভয়ভীতি দেখাইয়া নিজের নামে রেজিস্ট্রি করে হুমকী দিয়ে থাকে এমনকি টাকা দিতে না পারায় অনেক লোকের কাছ থেকে হালের বলদ, গরু-বাছুর ছিনিয়ে নিয়ে যায়। উক্ত সুদ গ্রহণের ফলে টাকা ফেরত দিতে না পারায় এলাকার অনেক পরিবারই দেশান্তর।

খোজ নিয়ে দেখো যায় সুদখোর আব্দুল মতিন সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মান করার অভিযোগও রয়েছে। স্থানীয়রা জানান চরা সুদে কেউ টাকা পরিশোধ না করতে পারলে আব্দুল মতিন ও তার পুত্রসহ লাঠিয়াল বাহিনী দিয়ে ভোক্তভোগীদের নির্যাতন করার অভিযোগও রয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক, হবিগঞ্জ পুলিশ সুপার ও হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনে প্রতিকার পাবার আশায় ভুক্তভোগীর পক্ষে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে প্রশাসন, সচেতন মহলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গেসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আব্দুল মতিন ও তার ছেলেদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার জন্য আহবান জানান।