হবিগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বুধবার (২৬মার্চ) দুপুরে হবিগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত পৌরসভা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য এ আহবান জানান। এমপি আবু জাহির আরো বলেন, ‘আতংকিত না হয়ে সচেতনতা অবলম্বন করার মধ্য দিয়ে ‘করোনা’ নামক এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধ করতে হবে।

ছবিঃ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিস্তারের মধ্যেও কেউ কেউ গুজব ছড়াচ্ছেন।’ তিনি গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। দুপুরে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমার মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পৌরসভার কাউন্সিলর, ব্যবসায়ী ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।