অবহেলা ও অপচিকিৎসায় হয়রাণিতে একের পর এক রোগীর মৃত্যু সংখ্যা বাড়ছে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে। তবে নিয়মিত অপকর্ম করেও বহাল তবিয়তে আছে চাঁদের হাসি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ আছে কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসায় একের পর এক ঘটছে প্রাণহানি।
গত শুক্রবার( ৫জুলাই) গলায় টনসিল অপারেশন করে ডাঃ এসএম মেহেদী হাসানের হাতে প্রাণ হারান নিলুফা ইয়াসমিন রত্না (৩৮) নামে এক নারী। সুত্র জানায়, গত ৪ জুলাই গলায় টনসিল ইনফেকশন নিয়ে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে ভর্তি হন শায়েস্তাগঞ্জ উপজেলা কাজিরগাঁও তালুকদার বাড়ীর বাবুল মিয়া তালুকদারের স্ত্রী নিলুফা ইয়াসমিন রত্না। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে গলায় দ্রুত অপারেশন করতে হবে জানান ডাঃ এসএম মেহেদী হাসান। শুক্রবার অপারেশনের পর আর জ্ঞান ফেরেনি রত্নার।
পরদিন তড়িঘড়ি করে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতাল এবং পরে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী রত্নার পরিবারের স্বজনরা জানান, গলায় টনসিল অপারেশন করতে গিয়ে কেউ মরেছে জীবনে শুনিনি। মূলতঃ অপচিকিৎসার জন্য নিলুফা ইয়াসমিন রত্নার মৃত্যু হয়েছে।
এর আগে মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে একই হাসপাতালের ডাঃ হালিমা নাজনীন মিলি, ডাঃ আশিক আহমেদ, মমতাজ আক্তার রীনাসহ ৬জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মুমিন মিয়া নামে এক ভুক্তভোগী। এ ছাড়াও মল্লিকা দাস নামে এক সিজারিয়ান নারীর পেটে তোয়ালে রেখে সেলাই, ডাক্তারদের ভুয়া ডিগ্রি ব্যবহারসহ অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।