স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির বিরুদ্ধে কমিটি দেয়ার নামে টাকা আত্নসাৎ ও নিরীহ ব্যক্তির জায়গা দখলের অভিযোগ উঠার পর এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গরু চুরির মামলায় চার্জশীটভুক্ত আসামি ছিল এই মাহি।
আর এই গরু চুরির মামলায় আদালত থেকে সে জামিনে রয়েছে বলেও অনুসন্ধানে জানা যায়। সম্প্রতি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মাহি গরু চুরির মামলার আসামি! এই বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হাস্যরসের।
এটা নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা ফেসবুক পেইজে ব্রেকিং হিসেবে “হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির বিরুদ্ধে এবার গরু চুরির অভিযোগ। বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায়” এটা লিখে একটি পোস্ট করলে সেখানে শতশত ফেসবুক ব্যবহারকারীরা কমেন্ট করে ভাসিয়ে দেন। আরিফুল হক নাইম নামে একজন কমেন্ট করেন-বিনোদনের কমতি নাই এই কমিটিতে। অবশেষে গরু চুরির তকমা লাইগা গেল। রুবেল দাস তালুকদার নামে একজন লিখেন- এদের মতো কিছু নেতার কারণে আজকে ছাত্রলীগের সুনাম নষ্ট হচ্ছে। আমি বুঝিনা এদের কমিটিতে পদ দেওয়ার আগে ওদের ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেয়া হয়না কেন। শেখ কাদির দুলাল লিখেন-কচু গাছে ফাঁস লাইগা মরে না কেরে।
রিমি দাস গুপ্ত নামে একজন ফেসবুক ইউজার লিখেছেন- আসলে মাহির নামটি আসামি তালিকায় রেখে ভুল করেছিলেন মামলার বাদি। তবুও জানমাল রক্ষা পাক। সোহেল আহসান লিখেছেন-এ সংবাদ পড়ার পর আমি শিহরিত। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ সুজন লিখেছেন-এই সংবাদ সত্য হলে আমি লজ্জিত। আহমেদ তাজ লিখেন-মারহাবা এই না হলে মানবতার ফেরিওয়ালা।
মামলার পুরো এজাহার আর এফআইআর এর সুত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের শানু মিয়ার পুত্র মশিউর রহমান নামের এক ব্যক্তির একটি লাল গরু কে বা কারা বিগত ০৮/০৩/২০১০ ইং তারিখে রাত ১১টা থেকে ভোর ৫ঘটিকার মধ্যে গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে এই মর্মে ০৯/০৩/২০১০ ইং তারিখে তৎকালীন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানের বরাবরে একটি লিখিত এজাহার দাখিল করেন তিনি। অন্যদিকে বাদির অভিযোগে প্রাপ্ত হইয়া ৪৫৭/৩৮০/৪১১ ধারা প্যানাল কোড রুজু করেন ওসি সৈয়দ মাহবুবুর রহমান। মামলা নং-০৭- জিআর ৫৩/১০ বানিয়া। এই মামলায় যথাক্রমে উত্তর সাঙ্গর গ্রামের মাম্মদ আলীর পুত্র আ:ছমেদ (৩০),ইকরাম গ্রামের জালাল মিয়ার পুত্র এনাম মিয়া (২৮), ইয়াছিন উল্ল্যাহর পুত্র মনু মিয়া, কালন মিয়া (২৬) ও গিয়াস উদ্দিন ওরফে গেসু কে আসামি করা হয়।
পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে ও আসামিদের জবানবন্দিতে বের হয়ে আসে এই গরু চুরির সাথে জড়িত উত্তর সাঙ্গর গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র মুহিবুর রহমান মাহির নাম। এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপরোক্ত আসামিদেরকে চার্জভুক্ত করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের বিচারিক আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত এই চার্জশীট গ্রহন করে আসামিদের দোষী সাব্যস্ত করে বিগত ০৯/০১/২০১৮ ইং তারিখে রায় প্রকাশ করেন। এই মামলা মুহিবুর রহমান মাহি জামিনে রয়েছে। মামলায় বাদি তথা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিজ্ঞ এপিপি মো: মুজিবুর রহমান । আর আসামি পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট মো: শামছুক হক।
এই বিষয়ে মামলার বাদি মশিউর রহমানের সাথে কথা হলে তিনি ‘দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান,মাহি প্রথমে মামলার আসামি ছিলনা। চুরির সাথে জড়িত ছিল বলে পরবর্তীতে অন্য আসামিদের স্বীকারোক্তিতে তার নাম বেরিয়ে এসেছে। তাই মামলার আইও তার নাম চার্জশীটে অন্তর্ভুক্ত করেছেন। এখানে আমার কোনো কিছু করার নেই। উল্লেখ্য,জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি মাধবপুর উপজেলার এক কর্মীর কাছ থেকে কমিটি দেয়ার নাম করে ২০ লাখ টাকা আত্নসাত করে এই দুই নেতা। পরবর্তীতে সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি আরেক ছাত্রলীগ নেতা রুপমের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা কমিটিতে স্থান করে দেয়ার নাম করে হাতিয়ে নেয়। এছাড়াও মাহির বিরুদ্ধে জোরপুর্বক জায়গা দখলেরও অভিযোগ রয়েছে।
এসকল অভিযোগ কেন্দ্রীয় ছাত্রলীগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগের সাধারন সম্পাদকের বরাবরে প্রেরণ করেছেন ভুক্তভোগীরা। স্থগিত কমিটির সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহির একের পর এক অবৈধ কর্মকান্ডে অতিষ্ঠ্য হয়ে পড়েছেন পুরো জেলাবাসী। ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করতে দ্রুত তাকে দল থেকে বহিষ্কার করার জোর দাবি জানিয়েছেন ছাত্রলীগের তৃণমুলের নেতাকর্মীরা।