গভীর রাতে দৈনিক আমার হবিগঞ্জে’র প্রিন্টিং বন্ধের পায়তারা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 April 2020
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে দৈনিক আমার হবিগঞ্জে’র প্রিন্টিং বন্ধের পায়তারা

অনলাইন এডিটর
April 23, 2020 12:37 am
Link Copied!

স্টাফ রিপোর্টার॥। গভীর রাতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রিন্টিং বন্ধ করতে অপচেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এ ব্যাপারে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, আমার এমপি ডট কমের প্রতিষ্ঠাতা প্রকৌলশী সুশান্ত দাস গুপ্ত বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত মধ্য রাতে প্রতিদিনের মত হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকার আশরাজ প্রিন্টিং প্রেসে মুদ্রণ কাজ শুরু হলে একদল দুর্বৃত্ত ওই স্থানে হাজির হয়ে প্রথমে ১০ হাজার টাকা অফার করে মুদ্রণ বন্ধ করতে বললে মেশিন অপারেটর পুলক দাস রাজি না হলে তাকে মারপিটের চেষ্টা করে। পরে পুলক দাস বিষয়টি কৌশলে পত্রিকাটির সম্পাদককে জানালে তিনি কয়েকজন সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সম্পাদক ও প্রকাশক প্রকৌলশী সুশান্ত দাস গুপ্ত বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এই করোনা ভাইরাস মহামারীতেও আমরা মানুষের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। দূর্যোগময় মুহূর্তে এরকম একটি ঘটনায় আমি খুবই ব্যাথিত। আশা করছি আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি যথাযথ তদন্ত করে জরুরী ব্যবস্থা গ্রহন করবে।

হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, বিষয়টি শুনেছি, অভিযোগও পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।