গত ১সপ্তাহে মাধবপুর বাজারে রেড জোনে জরিমানা আদায় হয়েছে ৪৫ হাজার ৭শ টাকা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 22 June 2020
আজকের সর্বশেষ সবখবর

গত ১সপ্তাহে মাধবপুর বাজারে রেড জোনে জরিমানা আদায় হয়েছে ৪৫ হাজার ৭শ টাকা

Link Copied!

পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার করোনার সংক্রমনের হার ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে মাধবপুর উপজেলা। মাধবপুরে মোট আক্রান্ত হয়েছেন ৫৩ জন এর মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। একজন নারী স্বাস্থ্য কর্মী মারা গেছেন।মাধবপুর পৌরসভায়  ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসায়  উপজেলা প্রশাসন কর্তৃক লক ডাউন করা হয়।  মাধবপুর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে মাধবপুর পৌরসভাকে রেড জোন হিসেবে ঘোষনা করা হয়েছে মাধবপুর উপজেলা।

ছবি : বাজার তদারকি করছেন ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার

তাই মাধবপুর সকল প্রকার দোকান, মার্কেট, বাজার হাট, ফুটপাত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মাধবপুর রেড জোন এলাকার ইজিবাইক,টমটম, সিএনজিসহ সকল যান চলাচল বন্ধ থাকবে।মাধবপুর বাজারের সরকারি আদেশ অমান্য করে  দোকান খোলা রেখে বিভিন্ন পণ্য বিক্রয় করায়, স্বাস্থ্যবিধি না মেনে চললে মাস্কবিহীন অযথা রাস্তায় ঘোরাফেরা গত সাত দিনে মাধবপুর বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন ৪৫,৭০০ টাকা। এছাড়াও মাইকিংয়ের মাধ্যমে সবাইকে লকডাউনের বাধা নিষেধ মেনে চলার জন্যে সবাইকে অনুরোধ করা হয়েছে।

ছবি : নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার

আয়েশা আক্তার বলেন, মাস্ক অবশ্যই পড়তে হবে কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে নিজে সচেতন হোনঅন্যকে সচেতন করুনকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেওয়া হল সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার বলেন, করোনা সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো ব্যবসায়ী দোকান খোলা রাখে এখন থেকে দোকান সিলগালা করা হবে