খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 13 May 2020
আজকের সর্বশেষ সবখবর

খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই

Link Copied!

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জ জেলার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। সরেজমিনে গিয়ে দেখা যায় হবিগঞ্জ শহরতলীর তেতৈয়া গ্রাম দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদী থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলন ।

পর্যবেক্ষণে দেখা যায় মশাজান ব্রিজ থেকে তেতৈয়া গ্রামের উত্তর দিক হয়ে দক্ষিণ দিক পর্যন্ত প্রায় ডজনখানেক ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন খোঁজ নিয়ে জানা যায়, তেতৈয়া গ্রামের মোহাম্মদ লাল মিয়ার পুত্র মোঃ আব্দুল মালেক ও মোঃ আব্দুর রউফ মিয়ার পুত্র মোঃ মালেক মিয়া এবং মতিউর রহমান পুত্র অলিউর রহমান ও শাহীন মিয়ার নেতৃত্বে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ চলছে বালু উত্তোলন।

এর ফলে নদী ভাঙ্গনের আশঙ্কা চরমভাবে দেখা দিয়েছে হুমকির মুখে পড়েছে হবিগঞ্জ শহর সহ আশপাশের এলাকা । উক্ত অবৈধ বালু ট্রাক্টর দিয়ে পরিবহন এর ফলে এলাকার রাস্তাঘাট ও নদীর বাঁধ ভেঙ্গে গর্তের সৃষ্টি হচ্ছে এলাকাবাসীর প্রতিবাদ করেও কোন কাজ হচ্ছে না তাছাড়া আরও জানা যায় ওই গ্রামের শামসুল হকের শিশু বাচ্চা যার বয়স ৭ বছর ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হলে ওই গর্তে পড়ে কিছুদিন পূর্বে বাচ্চাটি মারা যায়। এ ব্যাপারে ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল বাসিত মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি উক্ত অবৈধ ভাবে বালু উত্তোলনের সত্যতা নিশ্চিত করেন ।

এলাকাবাসীসহ সকলেই উক্ত অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।