ঢাকাFriday , 6 September 2024
আজকের সর্বশেষ সবখবর

খোলা বাজারে বিক্রির ওএমএস এর ৮ বস্তা চাল উদ্ধার

Link Copied!

হবিগঞ্জ শহরের কালিগাছতলার একটি দোকান থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্যের নেতৃত্বে চাল ও আটার বস্তাগুলো জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এনামুল হক সাকিব দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, হতদরিদ্রদের জন্য নির্ধারিত চালগুলো অন্যত্র বিক্রির উদ্যেশ্যে সরিয়ে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে একটি দোকান তল্লাশী করি আমরা। এ সময় ডিলার এমদাদুর রহমান বাবুলের দোকান থেকে ৪ বস্তা চাল এবং ৪ বস্তা আটা উদ্ধার করি আমরা। পরে হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মার্মাকে খবর দিলে চাল ও আটার বস্তাগুলো উদ্ধার করে হবিগঞ্জ জেলা খাদ্য অফিসে নিয়ে যাওয়া হয়।

ভিন্ন একটি সুত্র জানায়, সরকারের খাদ্যবান্ধব ওএমএস কর্মসূচির আওতায় হতদরিদ্রদের নির্ধারিত খাদ্য সামগ্রী দীর্ঘদিন ধরে আত্মসাত করে আসছিলেন এমদাদুর রহমান বাবুল নামে ওই ডিলার। গতকাল খবর পেয়ে ছাত্ররা বিষয়টি তদারকি করলে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মার্মা জানান, ৮ বস্তা চাল এবং আটা আটক করা হয়েছে মর্মে খবর দিলে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছেন। বিষয়টি আসলে কি খতিয়ে দেখা হচ্ছে।