খোয়াই নদীর বাঁধ ভাঙ্গন : ভেসে গেছে ৫০ মৎস্য খামারের মাছ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 May 2024

খোয়াই নদীর বাঁধ ভাঙ্গন : ভেসে গেছে ৫০ মৎস্য খামারের মাছ

এম এ্ রাজা
May 30, 2024 9:13 pm
Link Copied!

দুই দিনের টানা বর্ষনে ভারত থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ শহরতলীতে নদীর প্রতিরক্ষা বাধে দুটি ভাঙ্গণ দেখা দিয়েছে। ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার প্রায় ৫0 মৎস্য খামার পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে ।

ফলে খামারীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। খোয়াই নদীত পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: শামীম আহমেদ জানিয়েছেন।

তিনি জানান, বুধবার রাতে খোয়াই নদীর বিপদ সীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বর্তমানে স্বাভাবিক রয়েছে। এদিকে ভাঙ্গনের ফলে হবিগঞ্জ শহরের পশ্চিম দিকে লুকড়া ইউনিয়নের নয়াহাটির নিকট খোয়াই নদীতে ভাঙ্গণ দেখা দেয়। এ ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হতে থাকে।

মুহূর্তের মধ্যে ভাঙ্গনটি ১০০ ফুটের বেশী জায়গা জুরে বৃদ্ধি পায়। এতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লুকড়া এবং লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিস্তির্ন এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, পানিতে ওই এলাকা ৫০টির বেশী মৎস্য খামার পাবিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা হবে বলে লোকজন জানান।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়