ঢাকাMonday , 2 September 2024
আজকের সর্বশেষ সবখবর

খোয়াই নদীর বাঁধ বিলীন হচ্ছে নদী গর্ভে।

এম এ রাজা
September 2, 2024 12:22 pm
Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর পানি নেমে যাওয়ার সাথে সাথেই নদীর বাঁধ ভেঙে নদীতেই বিলীন হয়ে যাচ্ছে। এতে করে নদীর পার্শ্ববর্তী বাসিন্দা ৪ টি গ্রামের মানুষের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে। কারণ ওই এলাকার তেঘরিয়া. পুর্ব ভাদৈ, ছঘড়িয়া, আছিপুরসহ কয়েকটি গ্রামের মানুষের একমাত্র চলাচলের রাস্তা খোয়াই নদীর বেড়িবাঁধ। অন্যদিকে আবারও যদি অতি বৃষ্টির কারণে নদীতে ভারতীয় পানির জোয়ার আসে তাহলে বাঁধটি ভেঙে গিয়ে নদীর পাড়ের আশেপাশের কয়েকটি গ্রাম সহ নদীর পূর্ব দিকের অসংখ্য গ্রাম পানির নিচে তলিয়ে যাবে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ভেঙ্গে যাওয়া নদীর পাড়ের অংশটি পরিদর্শন করেছেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হাবিবুর রেজা। এ বিষয়ে তিনি বলেন, পরিদর্শন করে দেখেছি নদীর প্রায় ৫০ ফিট বেরিবাধ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি জরুরী ভিত্তিতে আগামীকালের (সোমবার) মধ্যেই মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিব। যাতে করে আগামী মাস ১৫ দিনের মধ্যে যদি আবারও নদীতে জোয়ার আসে এবং ওই সময় যাতে নদী ভাঙ্গনের মত দুর্ঘটনা না ঘটে। ওই এলাকার মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারেন সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

জানা যায় গত আগস্ট মাসের ২২ তারিখের দিকে ভারতের সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যে রেকর্ড বৃষ্টিপাত হয় পরবর্তীতে বাঁধের গেট খুলে দেওয়ায় প্রতিবেশী বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছিল। খোয়াই নদীর পানি স্বাভাবিকের চেয়ে বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই সময় শহরতলী জালালাবাদ এলাকায় বাঁধ ভেঙে যায়। এরপরেও নদীতে জোয়ারের পানির তেমন একটা ভাটা নামেনি। পরবর্তীতে বৃষ্টি কমে যাওয়া এবং ভারতীয় সাইটের কয়েকটি সুইচগেট বন্ধ করে দেওয়ায় বর্তমানে হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।