নদী তীরকে সুরক্ষিত ও সুন্দর রাখার জন্য গাছের চারা রোপণ করে ‘নদী তীর সবুজায়ন’ কর্মসূচি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা। বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় হবিগঞ্জের খোয়াই নদীতীরে এই কর্মসূচি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, সহসভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গাছ মামা নামে পরিচিত মো: রায়হান, পরিবেশকর্মী সাইফুল ইসলাম, উজ্জ্বল মিয়া, সোহানুর রহমান প্রমুখ। এসময় নদীতীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।