তারেক হাবিব : খাগড়াছড়ি পৌরবাস টার্মিনাল এলাকায় মধ্যরাতে বাসে তুলে ১৪ বছরের এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে খাগড়াছড়ি মডেল থানা পুলিশ। বুধবার (৭জুলাই) ভোর ৪টায় খাগড়াছড়ি বাস টার্মিনালে এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে ৬টার দিকে বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দুই যুবকদের গ্রেফতার করে পুলিশ।
এদের মধ্যে ১জন রফিকুল ইসলাম (২৫) হবিগঞ্জর মাধবপুর উপজেলার সাকনা বুল্লা গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার পুত্র। অন্যজন হলেন, খাগড়ছড়ি উপজেলার আলী আহমদের পুত্র মোঃ কামাল মিজি (২৯) ও তাদের অজ্ঞাত আরও দুই সহযোগী। এদের মধ্যে কামাল বাসের শ্রমিক ও রফিকুল ইসলাম বাস টার্মিনালে অবস্থিত একটি দোকানের মিস্ত্রী বাকীরা ওই বাসের হেল্পপার।

ছবি : খাগড়ছড়িতে গণধর্ষণের ঘটনায় আটক হবিগঞ্জের যুবক রফিকুল ইসলাম
খাগড়াছড়ি মডেল থানার ওসি (তদন্ত) আবুল হাসান খাঁন জানান, করোনার মহামারীতে পড়াশোনায় অমনযোগী হওয়াতে ঘটনার দিন রাতে ভুক্তভোগী কিশোরী পড়ালেখা না করায় মা তাকে বকা দেন। এতে রাগ করে গভীর রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর বাসা থেকে বের হয়ে যায় সে। এরপর হেঁটে খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে ওই দুই যুবক তাকে জোর করে বাসে তুলে ধর্ষণ করেন।
পরে সেখান থেকে কিশোরী পালিয়ে গেলে তাকে আবারও দুই হেল্পপার ধরে আরেকটি বাসে তুলে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে পাষন্ডরা তাকে রাস্তায় ফেলে রাখে।
ভোর বেলা কিশোরীর জ্ঞান ফিরে আসলে খাগড়াছড়ি সদর থানায় গিয়ে বিষয়টি অবগত করলে ভোর ৬টার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল কাদের নেতৃত্বে পুলিশের একটি টিম বাস টার্মিনাল থেকে দুই যুবককে আটক করে। খাগড়ছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, ভোরে অভিযোগ পেয়ে পুলিশ টার্মিনাল এলাকা থেকে অভিযুক্তদের আটক করেছে।
আলামত হিসেবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ধর্ষণকারীদের বিরুদ্ধে মামলা গণধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।