ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রম ভঙ্গ না করার শর্তে সাধারণ ক্ষমা পেয়েছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সভাপতি সৈয়দ কামরুল হাসান। গত ৫মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয় ।
তিনি এর আগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৈয়দ কামরুল হাসান দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘আমি ক্ষমার চিঠি নিয়ে এসেছি। ভবিষ্যতে যেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করি সেই মর্থে আওয়ামী লীগ আমাকে ক্ষমা করেছে’।
প্রসঙ্গত, বছর ১৭ ডিসেম্বর রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের ক্ষমা করার সিদ্ধান্ত হয়।
ওই সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ক্ষমার আবেদন করা শতাধিক নেতাকে দলের সভাপতি শেখ হাসিনা ক্ষমা করেছেন। এর বাইরেও যারা আবেদন করবে তাদেরও ক্ষমা করা হবে।