ঢাকাTuesday , 2 April 2024
আজকের সর্বশেষ সবখবর

ক্লাইমেট পার্লামেন্টের নতুন কমিটিতে কেয়া চৌধুরী এমপি

Link Copied!

ক্লাইমেট পার্লামেন্টের নতুন কমিটিতে স্থান পেয়েছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। সোমবার (১এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তানভীর শাকিল জয় এমপিকে চেয়ারম্যান, আরমা দত্ত এমপিকে কো চেয়ারম্যান এবং নাহিম রাজ্জাক এমপিকে কনভেনার করে ক্লাইমেট পার্লামেন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি।

ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের নতুন কমিটির সদস্যরা হলেন, আশেক উল্লাহ রফিক এমপি, এসএম শাহজাদা এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ব্যারিস্টার জলিল জন, হাবিবুর রহমান, মাহমুদ হাসান রিপন, মাহাবুবুর রহমান রুহেল, আতাউল হক, গালিবুর রহমান শরীফ, বিপ্লব হাসান এমপি ও জারা জাবিন এমপি। অনুষ্ঠানে ক্লাইমেট পার্লামেন্টের সদস্য ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারি ও বেসরকারি সংস্থা ও কর্পোরেট সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।