ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে কৃতিত্ব : বানিয়াচঙ্গের ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 18 May 2022
আজকের সর্বশেষ সবখবর

ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে কৃতিত্ব : বানিয়াচঙ্গের ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

Link Copied!

ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে কৃতিত্বের জন্য বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলো দশম শ্রেণীর শিক্ষার্থী আমির উদ্দিন শিমুল ও লুবনা আক্তার এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান পুস্প।

শিমুল ল্যাতিন আমেরিকা বক্সিং চ্যাম্পিয়নশীপ-২০২২ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে টপ অফ দ্যা বাংলাদেশ হওয়ায়, লুবনা বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র এথলেটিক্স-২০২২ প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের মধ্যে তৃতীয় এবং পুস্প জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯ এ দাবা খেলায় সারা বাংলাদেশের মধ্যে চতুর্থ হওয়ায় তাদেরকে নিজ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

বুধবার (১৮ মে) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শোকরানা।

বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি অফিসের অফিসার, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।