ঢাকাTuesday , 30 January 2024
আজকের সর্বশেষ সবখবর

ক্যাসিনো সম্রাট রুবেল ও আব্দুল জলিল কারাগার : রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য : ফেঁসে যাচ্ছেন হবিগঞ্জের অনেকেই

Link Copied!

অনলাইন জুয়ারীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় একদিনের রিমান্ড শেষে অভিযুক্তদের আদালতে প্রেরণ করেছে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এর কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার (২৯জানুয়ারি) ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের প্রেরণ করা হয়। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম চৌধুরী তাৎক্ষনিক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আদালত সুত্র জানায়, রিমান্ড শেষে অভিযুক্ত আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে। নিয়মানুসারে নির্ধারিত সময়ে তারা জামিনের আবেদন করবেন। জামিন দেয়া না দেয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার।

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত ধৃত মোঃ রুবেল মিয়া ও আব্দুল জলিল। তাদের তথ্যমতে, মামলার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এর কাউন্টার টেরোরিজম ইউনিট। এর আগে গত ২৫ জানুয়ারী রাতে হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজারে অনলাইন জুয়ারীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে রাজধানীর সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এর কাউন্টার টেরোরিজম ইউনিট।

শ্বাসরুদ্ধকর দীর্ঘ অভিযানে ক্যাসিনো সম্রাট স্থানীয় আব্দুল লতিফের পুত্র রুবেল মিয়া এবং আব্দুল জলিল ওরফে মেম জলিলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ডিবি পুলিশের গাড়ীর সামনে ড্রাম ফেলে থেকে জোরপূর্বক আসামীদের ছিনিয়ে নেয় স্থানীয় কতিপয় লোকজন। পরে হবিগঞ্জ সদর মডেল থানার অতিরিক্ত পুলিশের সহযোগীতায় রাতভর পুনরায় অভিযানে পলাতকদের গ্রেফতার করেন তারা।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এর কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ রুবেল মিয়া ও আব্দুল জলিল নামে দুই জুয়ারীকে গ্রেপ্তার করেন তারা। পরে তাদের আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের তথ্যমতে, এবার একই চক্রের বাকী সদস্যদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করবেন তারা।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জানা যায়, বাংলাদেশে অবৈধ অনলাইন জুয়ার প্লাটফর্ম ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক্স ডিভাইসে ইন্টারনেট সংযোগ নিয়ে ব্রাউজার ব্যবহারের মাধ্যমে সমাজের উঠতি বয়সের যুবকদের আসক্ত করে বিদেশে পাচার করে নেওয়া হচ্ছে হাজার কোটি টাকা। তারা মালোয়শিয়া/দুবাইয়ের মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে একাউন্ট খুলে নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে যোগাযোগ করে থাকে। এই সার্ভারটি প্রধানত নিয়ন্ত্রণ করে থাকে ভেলকি লাইভ এবং বিগ ইউন অ্যাডমিন আকাশ মালিক ওরফে রনি (বাংলাদেশি বংশোদ্ভূত দুবাই প্রবাসী)।

তিনি এটিকে ওয়েভসাইটের মাধ্যমে বিভিন্ন বিদেশি নাম্বার ব্যবহার করে সারা বাংলাদেশের ৫টি লেয়ারে তথা অ্যাডমিন, সাইট সাব অ্যাডমিন, সুপার এজেন্ট, মাষ্টার এজেন্ট ও ইউজার (রুট লেভেলের ব্যবহারকারী) লেয়ারে বিভক্ত করে। প্রতিটি লেয়ার তার উপরের লেয়ারের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করে থাকে।

তার মধ্যে একজন রুট লেবেলের আগ্রহী অনলাইন জুয়াড়ি প্রবেশ করে ক্লিক করলেই ১০০০ টাকার বিপরীতে ১০টি ডিজিটাল কয়েন প্রদান করে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। এই ডিজিটাল কয়েন লেনদেন মুলত সারা বছরে বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট, ফুটবল লীগ, টেনিস এবং বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলার মাধ্যমেও প্রধানত অনলাইনে জুয়া খেলা হয়। ব্যবহারকারী জয়ী হলে ডিজিটাল কয়েন ফেরত নিয়ে এর বিপরীতে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা গ্রহণ করে থাকে। হারলে তার পুরো ডিজিটাল কয়েকটাই পর্যায়ক্রমে জুয়া পরিচালনাকারীর কাছে জমা হয়ে যায়।

ভেলকি লাইভ এর সাইটে একজন অ্যাডমিন, ১৪ জন সাইট সাব অ্যাডমিন, ২৪০ জন সুপার এজেন্ট, ১৫০০ এর অধিক মাষ্টার এজেন্ট এবং সারা দেশে প্রায় দুই লক্ষাধিক ইউজার রয়েছেন বলে জানা যায়। সুত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়ার মাত্র একটি ব্যাংক একাউন্ডে কয়েক কোটি টাকার অস্তিত্ব পাওয়া গেছে। এ ছাড়াও দুবাইয়ে সুপার সপ, শ্রীমঙ্গলে বিলাসবহুল ‘দি লাক্সারী লিভিং রিসোর্ট’সহ আরও কয়েক কোটি টাকা মুল্যের গরুর খামার এবং নগদ ৫০ কোটি টাকার সম্পত্তির আছে বলে জানা গেছে।

কে এই রুবেল? স্থানীয় সুত্র জানায়, দু বছর আগেও কটিয়াদি বাজারের অস্থায়ী টং দোকানে চা বিক্রি করতেন রুবেল। তার বাবা আব্দুল লতিফ কিছুদিন আগেও রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। রুবেল মিয়ার বাকী ভাইদের সুনির্দিষ্ট কোন পেশা নেই। অনলাইন জুয়ার আর্শিবাদে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে সে। অনলাইন জুয়ার বিরূপ প্রতিক্রিয়াতে নিঃস্ব হয়েছে তারই আশপাশের অনেক পরিবার। রক্তচোষা জোঁকেরমত এলাকার উঠতি বয়সিদের চুষে নিয়েছে সে।

নিজেকে আড়াল করে গুছিয়ে অবৈধ উপার্জন করতে তৈরি করে রেখেছেন নিজস্ব চক্র। কাউকে মাসোহারা আবার কাউকে নিজের অধীনস্থ করে আয়ত্ব করে রেখেছেন নিজের সাম্রাজ্য। আরেকটি সুত্র জানায়, নামে- বেনামে প্রায় ২০০টি একাউন্টে মাসে ৫০ কোটি টাকার অধিক লেনদেন হয় তার। এ হিসেবে বাংলাদেশে প্রায় ১৫০০টি মাস্টার এজেন্টের মাধ্যমে ১ মাসেই ৩ হাজার কোটি টাকার অধিক লেনদেন হয়েছে বলে প্রতীয়মান হয়। যা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে। ফলে দেশ হতে পাচার হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

এ ব্যাপারে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা জরুরী বলে আইনজ্ঞরা মনে করেন।