ফরিদ উদ্দিন মাসউদ : হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের আঃ নূর এর ছেলে তালহা (৬) অনেক দিন যাবৎ মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত। তালহার পিতা একজন সাধারণ চাকুরিজীবী। তালহার পারিবারিক আর্থিক অবস্থা ভালো না হওয়ায় হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরাম উদ্যোগ নিয়েছিল। পরে তালহার চিকিৎসার জন্য একটি আর্থিক তহবিল গঠন করা হয। যার নাম দেওয়া হয়েছিল (শিশু তালহার চিকিৎসায় আমরা)। গত ৮ জুন তালহার চিকিৎসার জন্য সহযোগিতা করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে সমাজের বিভিন্ন পেশার লোক তার চিকিৎসার খরচের জন্য এগিয়ে আসেন।
হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরাম পক্ষ থেকে জানা, গতকাল রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত আমাদের হাতে চল্লিশ হাজার পাঁচ শত চল্লিশ টাকা জমা হয়। তার মধ্যে ফোরামের ২০ জন সদস্য মোট ৩৩৮৪০ টাকা এনং বিকাশ ও রকেটের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে বাকি ৬৭০০ টাকা জমা হয়। যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন ফোরামের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়।
গতকাল রবিবার সন্ধায় হবিগঞ্জ শহরের মাদার কেয়ার জেনারেল হাসপাতালের অফিস কক্ষে ফোরামের পক্ষ থেকে সংগৃহীত চল্লিশ হাজার পাঁচ শত চল্লিশ টাকা তার পিতার নিকট হস্তান্তর করা হয়।

ছবি: শহরের মাদার কেয়ার জেনারেল হাসপাতালের অফিস কক্ষে ফোরামের পক্ষ থেকে চল্লিশ হাজার পাঁচ শত চল্লিশ টাকা তার পিতার নিকট হস্তান্তর করা হয়।
এসময় ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মুজাহিদ আহমদ, সহ সভাপতি সিরাজুল ইসলাম আপন, সাধারণ সম্পাদক হাফেজ সোহাইল আহমদ ও সহ সাধারণ সম্পাদক মুফতী মঈনুদ্দিন খান তানভীর প্রমুখ।
হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরাম ফেসবুকের কল্যাণে গড়া উঠা একটি সংগঠন। যা হবিগঞ্জ সহ দেশ-বিদেশে কল্যাণমুখী ফেসবুকধারার প্রবর্তক হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে।