খাইরুল ইসলাম সাব্বির॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকায় অবস্থিত প্রাণ কোম্পানীর বিষাক্ত বর্জ্য নিষ্কাশন বাড়তে থাকায় নাব্যতা হারাচ্ছে সুতাং নদী, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। অবাধে সুতাং নদী দিয়ে বর্জ্য নিষ্কাশন হওয়ায় নদীর দু’পাশের কমপক্ষে ৪০টি গ্রামের মানুষ দিন দিন অতিষ্ট হয়ে ওঠেছে। এছাড়াও বর্জ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য থাকার ফলে নদীর মাছ মরে ভেসে উঠছে। পানি খেয়ে গবাদী পশু মরে যাচ্ছে। মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
দুর্গন্ধে নদী পাড়ের মানুষ বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হচ্ছেন। গ্রামগুলোতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনে ব্যাপক বিপর্যয়ের পাশাপাশি উদ্বেগজনক মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। কলকারখানার দূষিত বর্জ্য নদীতে ফেলার কারণে পানি কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাজার হাজার জেলেদের আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে। শুধু মৎস নয়, প্রায় বিলুপ্ত হয়ে গেছে নদীর জলচর প্রাণীও। কৃষি কাজ চাষাবাদে নদীর পানি ব্যবহার করা যাচ্ছে না। কালো পানি ব্যবহারের কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হাঁসমোরগ মারা যাচ্ছে। যে জন্য গ্রামগুলোতে হাঁসমোরগ পালন বন্ধ হয়ে যাচ্ছে।
চর্মরোগসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। এ নিয়ে অনেকেই নাম মাত্র আন্দোলনের ডাক দিলেও শুরুতেই শেষ কর্মসুচি। অভিযোগ রয়েছে আন্দোলনকারীদের কেউ কেউ কোম্পানীর নানান সুবিধা গ্রহন করে মুখ বন্ধ করে দেন। নিয়ম অনুযায়ী ইটিপি প্লান থাকলেও তা নিয়মিত ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে লাখাই পর্যন্ত লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা এখন হূমকির মুখে। সুতাং নদীতে বিষ ঢেলে মানুষ হত্যার মিশনে নেমেছে বিভিন্ন শিল্প কারখানা কর্তৃপক্ষ।
সামান্য কিছু অতিরিক্ত মুনাফার জন্য অপরিকল্পিত ভাবে গড়ে তোলা হয়েছে শিল্প কারখানা। আর পরিকল্পিত ভাবে সুতাং নদীতে বিষ (বিষাক্ত বর্জ্য) ঢেলে মানুষ হত্যার মিশনে নেমেছে কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে অচিরেই বিরান ভুমিতে পরিনত হবে বিশাল এ জনপদ বলে মনে করেন সচেতন মহল।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, অভিযোগটি অনেক পুরনো, পরিবেশ অধিদপ্তরের অভিযানের সময় সব ঠিকঠাক দেখা যায়। হয়তো অভিযান শেষ হলে তারা পূর্বের অবস্থায় ফিরে যায়। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে কথা হয়েছে। আশা করছি করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার জানান, বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জ প্রাণ আরএফএল-এর জেনারেল ম্যানেজার মঞ্জুরুল হক জানান, উজান থেকে আসা পানি আমাদের কোম্পানীর ভেতর দিয়ে প্রবেশ করে এলাকার পরিবেশ নষ্ট করছে। প্রকৃত পক্ষে ওই পানি আমাদের না। সরেজমিনে ঘুরে দেখলেই সব পরিস্কার হয়ে যাবে।