হো-চিমিনের নাম শুনে আসছিলাম সেই স্কুল জীবন থেকেই। ভিয়েতনামের অবিসংবাদিত নেতা। একসময় ভিয়েতনাম আর হো-চিমিন সাম্রাজ্যবাদ বিরোধীদের তীর্থে পরিনত হয়েছিল। ভিয়েতনাম সমাজতন্ত্রেও চর্চা করছিল। সমাজতত্ত্ব একজন ছাত্র হিসেবে কার্ল মার্কস এর প্রতি একধরনের দুর্বলতা অনুভব করি। তার সমাজ পরিবর্তনের দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি বিশ্ববিদ্যালয় জীবনে মনের ভেতরে আলোড়ন তুলেছিল।
২০১৩ইং সনের ২০ অক্টোবর থেকে ১০দিনের ভিয়েতনাম সফরের সুযোগ পেয়ে মনের ভিতর কেমন যেন নাড়া দিয়ে উঠলেন কার্ল মার্কস। এর কারনও খুজে পেয়েছি। আমার দেশটা কেমন যেন দিন দিন বাস অযোগ্য হয়ে পড়ছে। অন্যদিকে ভিয়েতনামের শুধু সফলতার গল্প দেখি।
কয়েক দশক যুদ্ধেও পর ১৯৭৫ সনে পরাক্রমশালী আমেরিকাকে সুচনীয়ভাবে পরাজতি করে এই অল্প দিনে তারা এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে। আমার মনে হচ্ছে এর কারন বোধহয় মার্কসইজম। তবে এ নিয়ে বিতর্ক থাকতে পারে। তারা কি প্রকৃত মার্কইজম চর্চা করছে নাকি এর কোন নতুন সংস্করন বের করেছে ? এই বিতর্ক নিয়ে আজকের আলোচনা নয়। আজকের আলোচনা বিশ্ব মহামারী কোভিড ১৯ নিয়ে। পৃথিবীর মহাপরাক্রমশালী দেশগুলোও যখন কোভিড ১৯ নিয়ন্ত্রনে চিৎপটাং আবস্থায়, সেখানে ভিয়েতনাম দেখালো এক অভুতপূর্ব নিদর্শন। আমার কাছে মনে হয়েছে এর পেছনে কাজ করেছে মার্কসইজমেরই হিডেন কোন শক্তি।
একটি সরকারী প্রতিনিধিদলের একজন সদস্য হিসাবে সে সময় আমরা ভিয়েতনাম সফর করেছিলাম। লক্ষ্য ছিল ভিয়েতনামের গ্রামীন অবকাঠামো ও তাদের দারিদ্র বিমোচনের কৌশল সম্পর্কে সম্মক ধারনা লাভ করা। বর্তমানে পরিকলল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান বিভাগের সচিব জনার ইয়ামিন চৌধুরী সহ মোট বিশ জনের এই দলটিতে আমরা মোট আটদিন ভিয়েতনামের গ্রামের পর গ্রাম সফর করেছি। গ্রামীন উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দপ্তরের সাথে মিটিং করেছি। সে সময় পদে পদে উপলব্দি করেছি স্বাধীনতা লাভের মাত্র ৪৫ বছরের মাথায় কি শক্ত গাথুনি দিয়ে তারা তাদের দেশটাকে গড়ে তুলছে। সময়ের বিবেচনায় আমার ভিয়েতনাম দেখার হয়তো ছয় সাত বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু চোখের সামনে আজও তাদের উন্নয়ননের চিত্র ও দেশ প্রেমের উদাহরন জ্বল জ্বল করে ভাসছে।
তাইতো ভিয়েতনামীরা কিভাবে এই মহামারী নিয়ন্ত্রন করলো আর আমরা কেন নিজ উদ্দ্যোগে এই মহামারীকে সারাদেশে ছড়িয়ে দিলাম তার একটা তুলনা করার জন্যই এই লেখার অবতারনা।
ভাইরাসবিরোধী বিশ্বযুদ্ধে গত ২৬ জুলাই’২০২০ পর্যন্ত সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৬,২৮৫,৩৪৯ জন, মৃত্যুর সংখ্যা এখন ৬৪৯,৮৪৭ ও সুস্থ হয়ছেন ৯,৯৬১,১৬২ জন। আর বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ২২৩,৪৫৩ জন, মৃত্যুর সংখ্যা এখন ২,৯২৮ ও সুস্থ হয়ছেন ১২৩,৮৮২ জন। অথচ প্রায় ১০ কোটি মানুষের দেশ ভিয়েতনামে এখনো কেউ এই ভাইরাসে মারা যায়নি। মাত্র ৪২০ জন সেখানে সংক্রমিত হয়েছে এরং তার মধ্যে ৩৬৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে। অথচ ভাইরাসের উৎপত্তি যে দেশে, সেই চীনের সঙ্গে রয়েছে ভিয়েতনামের প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটারের সীমান্ত। ভিয়েতনাম থেকে চীনে হাজার হাজার মানুষের আসা-যাওয়া। ২৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সম্পর্ক দুই দেশের। তারপরও ভাইরাস কাবু করতে পারেনি ভিয়েতনামকে। কীভাবে ভাইরাস মোকাবিলায় ভিয়েতনাম অবিশ্বাস্য সফলতা দেখাল, সেটা ভিয়েতনামের হোটেল লবীতে লেখক।
সমগ্র বিশ্বের কাছেই এখন এক অনুসন্ধানের বিষয় হয়ে উঠছে। কোন তাত্তি¡ক গবেষনা বা কোন অনুসন্ধানের আলোকে নয় বরং নিজের দেখা ভিয়েতনামের সাথে তাদের করোনা মহামারী মোকাবেলার সফলতার কৌশল ও আমার দেশের করোনা মহামারীর মোকাবেলার ব্যার্থতার একটি তুলনামূলক বিশ্লেষন অত্র লেখার দেয়ার চেষ্টা কারা হয়েছে।
চীনের উহানে সংক্রামন শুরু হওয়ার পর জানুয়ারী মাসেই তাদের প্রথম সংক্রামন ধরা পরে এবং তখন কেই তারা কোভিড ১৯ মোকাবেলায় চরম সতর্কতা অবলম্বন করা শুরু করে। একজন নারী ব্যবসায়ী উহান থেকে করোনা পজিটিভ নিয়ে সেসময় গোপনে এয়ারপোর্ট ত্যাগ করেন। পরে তা ধরা পড়লে তারা তিনি যেসকল রাস্তা দিয়ে তিনি যাতায়াত করেছেন সেই সকল রাস্তা ও তার আশ পাশ লকডাউন করে ফেলে এবং তিনি যাদের যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে কন্ট্রাক ট্রেসিং করে আইসোলেশনে নেওয়া হয়। কারও মৃত্যু না হলেও ভিয়েতনামে এ পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে প্রায় পৌনে তিন লাখ নাগরিকের। কোয়ারেন্টিনে ছিলেন প্রায় ৭০ থেকে ৮০ হাজার মানুষ। অপরদিকে উহানে সংক্রামন হওয়ার পর তিন মাস সময় পেলেও আমরা এই মহামারী মোকাবেলার কোন প্রস্তুতি গ্রহন করিনি। মার্চ মাসের ৭ তারিখ প্রথম সংক্রামন ধরা পড়ার পরও যখন ইটালীতে এই মহামরী চরম আকার ধারন করলো ও প্রবাসীরা আক্রান্ত হয়ে দেশে ফিরতে শুরু করলো তখন আমরা ৫০০/১০০০ টাকার বিনিময়ে এয়ারপোর্ট দিয়ে দলে দলে ইটালী ফেরৎে সহ বিভিন্ন আক্রান্ত দেশ থেকে ফেরৎ প্রবাসীদের দেশে প্রবেশ করিয়েছি। তাদেরকে যখন আশকোনা হজ্জ্ব ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখার জন্য ব্যবস্থা গ্রহন করা হলো তখন তারা আন্দোলন শুরু করে আমার দেশকে অশ্লিলভাবে গালিগালাজ করলো, তাদেরকে কোয়ারিন্টিনে না রাখার জন্য সরকারী উচ্চ পর্যায় থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে চাপ দেয়া হলো। এর ফলে সারা দেশে সংক্রামন ছড়িয়ে পড়লো। তারপর এপ্রিল মাসের মাঝামাঝি গার্মেন্টস শ্রমিকদের ডেকে আনা ও ফেরৎ পাটিয়ে এবং রোজার ঈদের সময় সবাইকে ”ব্যাক্তিগত” গাড়িতে বাড়ি যাওয়ার সুযোগ করে দিয়ে সামাজিক সংক্রামনের ষোলকালা পূর্ন করা হলো। মার্চ থেকেই ভিয়েতনামে আসা সব নাগরিককে বাধ্যতামূলক আইসোলেশনে নেওয়া হয়।
বিদেশিদের আসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়। হোটেল ও সামরিক ছাউনিগুলোর অনেকটিকে অস্থায়ী হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র বানিয়ে ফেলা হয়। বিমানগুলো আসার খবর আগেই ঘোষণা করা হতো এবং সব যাত্রীকে স্থানীয় প্রশাসনের কাছে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়। বিমানবন্দরেও বিনা খরচে ভাইরাস পরীক্ষার ব্যবস্থা হয়। রোগ ধরা পর্যন্ত অপেক্ষা করেনি দেশটির নেতৃত্ব। তার আগেই সর্বোচ্চ প্রশাসনিক সতর্কতায় কাজে নেমে পড়েছিল। ফেব্রুয়ারি সেখানে এটা সরকারের সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হয়ে যায়। শুরুতে যারাই সংক্রমিত হয়েছে, তাদের প্রত্যেকের চলাফেরা-মেলামেশার ইতিহাস সংগ্রহ করা হতো। সংক্রমিত ব্যক্তিদের কাছে আসা মানুষদেরও পরীক্ষার আওতায় আনা হয় ব্যাপক হারে। কমিউনিটিজুড়ে শুরু হয় প্রচার ও সচেতনতার কাজ। যে এলাকায় সংক্রমণের খবর মিলত, সেখানে পুরো এলাকাকে কোয়ারেন্টিন করে টেস্ট শুরু হতো। কোয়ারেন্টিন করা জায়গার আশপাশেই খোলা হতো অস্থায়ী আশ্রয় ও চিকিৎসাকেন্দ্র। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হ্যানয় থেকে ২৫ মাইল দূরে সন-লই নামের একটা গ্রামে যখন কয়েকজনের দেহে্ #৩৯;করোনা পজিটিভ্#৩৯; শনাক্ত হয়, তখন প্রায় ১০ হাজার মানুষের পুরো এলাকা ২০ দিনের জন্য লকডাউন করে টেস্ট শুরু হয়। ফার্মাসিগুলো থেকেও তথ্য নেওয়া শুরু হয়, কে কী ওষুধ কিনেছে। সেই ইতিহাস ধরেও দেশটিতে টেস্ট করা হয় অনেক। কাজগুলো কঠিন ছিল না। কেবল প্রশাসনকে বহুমুখীকরণ করা হয়েছিল। এভাবে ভিয়েতনামের প্রশাসন হাঁটছিল ভাইরাসটির আগে আগে আর বাংলাদেশ দেখা গেল ছুটছে সংক্রমণের পিছু পিছু।
আমাদের ভাইরাসের পেছন পেছন ছুটার নমুনা হলো, আমরা সনাক্ত হওয়ার পরও আইসোলেশনে থাকার নির্দেশনা নিয়ে আত্মীয়ের বাড়িতে বিয়ে খেতে গিয়েছি, হাট-বাজারে ঘুরে বেরিয়েছি, বাজার সওদা করেছি এমনকি করোনা ইউনিট থেকে পালিয়েও চলে গেছি। আর লকডাউনের জন্য সফল ”টুলারবাগ মড়েল” থাকার পরও রায়েরবাজার ও ওয়ারীতে লাল নীল হলুদ বাতির জোনিং চালু করে ব্যর্থ হয়েছি।
সামাজিক দুরত্ব, সীমিত পরিসর নামক শব্দের বেড়াজালে নিজেদের না আটকে রেখে স্বগৌরবে চলেছি। কেন এমন হলো সেটা অন্য আলোচনা যা এখানে প্রাসংগিক বলে মনে করছিনা।
তবে এটা জাতি হিসাবে আমাদের চরম দুভার্গ্য ও চরম ব্যর্থতার পরিচয় বহন করেছে বলেই প্রতিয়মান। ভিয়েতনামের স্বাস্থ্য খাত এখনো সরকারি প্রয়াসনির্ভর এবং মোটেই উন্নত দেশগুলোর মতো নয়। প্রতি ১০ হাজার মানুষের জন্য সেখানে চিকিৎসকের সংখ্যা ৮। আমাদের মতোই আছে বেসরকারি হাসপাতালও। ওপরদিকে বাংলাদেশেও বর্তমানে প্রতি ১০ হাজার মানুষের জন্য সেখানে চিকিৎসকের সংখ্যা ৬ জন। বাংলাদেশের জনগনের মাথাপিছু গড় আয় ১৯০০ ডলার ও ভিয়েতনামের জনগনের মাথাপিছু গড় আয় ২২০০ ডলার। এখন প্রশ্ন আশা স্বাভাবিক যে, এমন প্রায় সমান অর্থনৈতিক শক্তির একটি দেশের সাথে করোনা যুদ্ধে আমাদের এতো ব্যর্থতা কেন ? এ বিষয়টি আমাকে ভাবনার অনেক খোরাক দিয়েছে। এ বিষয়ে আমার ভিয়েতনাম সফরের আলোকে আমার পর্যবেক্ষন এ লেখার শেষ অংশে বর্ননা করবো। তবে প্রাসংগিকভাবে এখানে বলে রাখা যায় যে, স্বাস্থ্য খাতের শক্তি ও দক্ষতার চেয়ে করোনা মোকাবিলায় ভিয়েতনামের সফলতা মুখ্যত রাজনৈতিক দূরদর্শিতায়ই বেশী কার্যকর হয়েছে। কারন মাত্র ২০০ থেকে ৩০০ রোগী থাকার পরও এপ্রিলে এসে দেশটি করোনাসংকটকে ৩৯; জাতীয় মহামারি ৩৯; তুল্য সমস্যা ঘোষণা করে। খাদ্যদ্রব্য সরবরাহ সচল রাখতে এটিএম বুথের মাধ্যমে চালেরও বুথ খোলা হয়। ভিয়েতনামের এই ৩৯; চাল-বুথ্ ৩৯; করোনাকালে বিশ্বের বড় খবর ছিল। এসব কাজে খরচ সামাল দিতে দেশটির সরকার একটা তহবিল গঠনের ডাক দিলে তাতে সরকারি-বেসরকারি তরফ থেকে ১ কোটি ২০ লাখ ডলার জমা পড়ে।
এই তহবিল গঠনের মধ্য দিয়ে জাতীয়ভাবে করোনা মোকাবিলার কাজে সবার অংশগ্রহণের বোধ তৈরি করা হয়। আর সব ক্ষেত্রে নিয়মিত প্রশাসনিক উদ্যোগগুলোই আরও বেশী জোরালো করা হয়। ফলে দেশটির অর্থনীতিও গত কয়েক মাসে তেমন হোঁচট খায়নি। এই প্রক্রিয়ায় ভিয়েতনাম প্রমাণ করেছে, স্বাস্থ্যব্যবস্থা খুব মানসম্মত না হয়েও অন্যান্য পদক্ষেপ সুষ্টুভারে গ্রহন করেও করোনা মোকাবিলায় সফল হওয়া যায়। গত ১৭ মার্চ থেকে দেশটিতে জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। মাস্কের দাম বাড়ানোকে বড় আকারে শাস্তির আওতায় আনা হয়। ভাইরাস সংক্রমণের তথ্য লুকানোকেও শাস্তিযোগ্য করা হয়। রাস্তায় রাস্তয় ৩৯; মাস্কের ফ্রি এটিএম বুথ্ ৩৯; খোলা হয়। ডাক্তার ও নার্সদের মধ্যে করোনার সংক্রমণ কম রাখতে ভিয়েতনামের স্বাস্থ্য প্রশাসন হাসপাতালের রুমগুলো পরিষ্কার করাসহ অনেক কাজে রোবট ব্যবহার করেছে।
এ ছাড়া চিকিৎসার সঙ্গে যুক্ত সবার খাবারদাবার প্রস্তুত রাখার জন্য বড় সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। দীর্ঘ সময়ে কাজের উপযোগী পোশাক সরবরাহ করা হয় চিকিৎসকদের। প্রতি দফায় ডিউটির জন্য এক সেট পোশাক দেওয়া হতো। টয়লেটে যাওয়া কমাতে এই চিকিৎসাকর্মীদের বিশেষ ধরনের ডায়াপারও দেওয়া হয়। আর আমরা মাস্ক পড়া বাধ্যতামূলক করেছি পনের দিন আগে। ডাক্তারদের পিপিই ও এন৯৫ মাস্ক নিয়ে তো কেলেংকারীর শেষ নেই। বাধ্য হয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বঙ্গবন্ধু মেডিকেল কে মামলা পর্যন্ত করতে হলো। আবার ডাক্তারদের থাকা খাওয়ার জন্য যে হোটেল ঠিক করা হয়েছিল তার দুর্নীতি নিয়ে জাতীয় সংসদ পর্যন্ত গরম হয়ে গিয়েছিল। এ ধরনের দুর্নীতির জন্য শুরুতে আমাদের ফ্রন্ট লাইলাররা ও ব্যাপক হারে সংক্রামিত হয়েছেন। ভিয়েতনামের নীতিনির্ধারকেরা কেবল ভাইরাসকে থামিয়েই নিজেরা থামেননি; দেশটিতে সংক্রমণ কম থাকা সত্তেও ভাইরাসযুদ্ধে সেখানকার সরকারের আরেকটি বড় উদ্যোগ ছিল ৩৯; টেস্ট কিট্ ৩৯; নিয়ে গবেষণা এবং এটা তৈরিতে করা। এ ক্ষেত্রে তারা এখন বিশ্বজুড়ে দৃষ্টান্ত। জানুয়ারিতেও তারা কোরিয়া থেকে কিট আমদানি করেছিল। এপ্রিলে এসে দেখা যাচ্ছে, কিটের গবেষণা ও উৎপাদন শেষে তারা সেটা প্রায় ২০টি দেশে রপ্তানি শুরু করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে ৩৯; মেড ইন ভিয়েতনাম ৩৯; কিটের স্বীকৃতি দিয়েছে। ইরান, ফিনল্যান্ড, ইউক্রেন প্রভৃতি দেশে যাচ্ছে এখন ভিয়েতনামের কিট। এমনকি ভিযেতনামকে নির্যতনকারী আমেরিকাও এখন অসহায়ের মতো ভিযেতনামের কাছে মেড ইন ভিয়েতনাম কিট যাচ্ছে। করোনা যুদ্ধে টেষ্ঠিং কিট হচ্ছে
বুলেটের মতো গুরুত্বপূর্ন। কারন করোনাকে নিয়ন্ত্রন করার একমাত্র পদ্ধতি হচ্ছে বেশী বেশী পরিমান মটেষ্ট করা যাতে রোগীকে চিহ্নিতকরা যায় এবং তাদেরকে আইসোলেশনে নেয়া যায়। এ ক্ষেত্রে আমাদের গনস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট নিয়ে নুমোদনের নাটক আর পিসিআর টেষ্টিং এর জন্য প্রতারক সাবরিনার জেকেজি আর প্রতারক সাহেদের রিজেন্ট হাসপাতালের গল্প এখানে বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তাছাড়া দেশের বড় বড় হাসপাতাল এমনকি জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসা ব্যাবস্থার যে নগ্ন চিত্র কোভিড ১৯ আমাদের দেখিয়ে দিয়ে গেল তার গল্পও এখানে বলার প্রয়োজন নেই। আর বর্তমান ও সদ্য প্রয়াত স্বাস্থ্যমন্ত্রীর যেকোন খবরের নিচে স্যোসাল মিডিয়ার কমেন্ট পড়লেও তাদের সম্পর্কে সাধারন মানুষের মনোভাব সম্পর্কেও সম্মক ধারনা পাওয়া যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ প্রায় সব আন্তর্জাতিক সংস্থা করোনা মোকাবিলায় ভিয়েতনামের উদ্যোগের প্রশংসা করছে নিয়মিত। কিন্তু সেখানকার সরকার প্রতিদিন তাদের তৎপরতা বাড়িয়ে চলেছে। এ নিয়ে প্রবল কোনো সন্তুষ্টি শোনা যায় না রাজনীতিবিদদের তরফ থেকে। কোনো মৃত্যু না থাকার পরও ভিয়েতনাম জাতীয় মহামারির ঘোষণা এখনই প্রত্যাহার করতে অনিচ্ছুক। যেহেতু বিশ্বজুড়ে সংক্রমণ এখনো উচ্চমাত্রায় অব্যাহত আছে, তাই হ্যানয় সরকার মনে করছে ৩৯; স্বাভাবিক অবস্থা ৩৯;র ঘোষণা দিলে সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। ফলে দেশটিতে কোভিড-১৯ –কেন্দ্রিক সব সতর্কতা বহাল আছে। এই সতর্কতা বহাল কালীন সময়েও তাদের অর্থনীতির চাকা তারা সচল রেখেছে। বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার কারনে জীবন ও জীবিকার কারনে আমাদের পক্ষে হয়তো কঠোর লকডাউনে যাওয়া সরকারের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু করোনা মোকাবেলায় আমাদের রাস্ট্রীয় পর্যায়ের দায়িত্বঞ্ঝানহীনতা ও সমন্বয়হীনতার কারনে আমাদের অনেক মাসুল দিতে হচ্ছে এবং আরও অনেকদিন দিতে হবে বলেই মনে হচ্ছে। তবে সবচেয়ে আশার জায়গা হচ্ছে আমাদের কৃষিখাত। রাস্ট্রীয় পৃষ্টপোষকতার এই অবহেলিত খাতের কৃষকরাই এই চরম দুুর্দিনে আমাদের অন্নের সংস্থান করে যাচ্ছে। নইলে এ সময়ে রাস্ট্রব্যবস্থা চরম হুমকীর মুখে পতিত হতো।
শুরুতে বলেছিলাম ভিয়েতনামের এহেন অর্জনের পেছনে হিডেন শক্তি হচ্ছে মার্কসিজম এবং প্রায় সমান অর্থনৈতিক শক্তি হওয়া সত্তে¡ও কভিড ১৯ মোকাবেলায় আমাদের সাথে ভিয়েতনামের এতো পার্থক্য কেন ? ১৯৭৫-এর ৩০ এপ্রিলে মহা পরাক্রমশালী আমেরিকা যে ভিয়েতনাম যুদ্ধে চরমভাবে পরাজিত হয়ে এসেছিল, যে দেশটির অর্থনীতি এখনো আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যের চেয়ে ছোট। সম্প্রতি হ্যানয় যখন ইউরোপের দেশগুলোকে মাস্ক ও মেডিকেল কিট উপহার হিসেবে পাঠাচ্ছিল, তখন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে তা গভীর বিস্ময়ই তৈরি করে। দীর্ঘদিন অন্যায়ভাবে ভিয়েতনামীদের শোষন নির্যাতন করার পরও আমেরিকার দুর্দিনে যে জাতি তার চরম শত্রু আমেরিকার পাশে দাড়ায় তাদের সেই মানবিক গুনই তো কভিড় ১৯ থেকে বিজযী হওয়ার জন্য যতেষ্ট বলে।
নিজের ভিয়েতনাম সফরকালীন সময়ে তাদের বিনয়,মানবিকতা, দেশের প্রতি মায়া ও কাজের প্রতি নিষ্ঠা দেখে বুজেছিলাম মার্কসইজম এর নব্য সংস্করন আর দীর্ঘদিন নির্যাতন ভোগ করে তাদের নেতা হোচিমিনের নেতৃত্বে যে স্বাধিনতা তারা অর্জন করতে পেরেছে, যে অর্থনৈতিক সমৃদ্ধি তারা অর্জন করেছে তাকে তারা আর হারাতে চায়না। তাইতো তাদের সামনে দৃশ্যমান শক্তি আমেরিকা যেমন গৌন তেমনি অদৃশ্যমান শক্তি কোভিড ১৯ ও তুচ্ছ। দেশপ্রেম ও দুর্নীতিমুক্ত জনকল্যানমুখী সরকার থাকলে দৃশ্যমান বা অদৃশ্যমান যেকোন শত্রুর সাথে যুদ্ধে যে বিজযী হওয়া যায় তার প্রমান ভিয়েতনাম।
(লেখাটির অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত)