কোভিড-১৯ এ আক্রান্ত সাংসদ মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 30 March 2021
আজকের সর্বশেষ সবখবর

কোভিড-১৯ এ আক্রান্ত সাংসদ মজিদ খান

Link Copied!

রায়হান উদ্দিন সুমন : বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান কোভিড-১৯ (করোনা ভাইরাস) এ আক্রান্ত হয়েছেন।

 

গত রবিবার( ২৮মার্চ) জাতীয় সংসদ ভবনে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেন তিনি। পরের দিন সোমবার( ২৯মার্চ) বিকেলে সেখান থেকে জানানো হয় যে তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। করোনায় আক্রান্ত হয়ে ওইদিন রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এমপি মজিদ খান।

 

 

ছবি : সাংসদ এমপি মজিদ খানের ফাইল ছবি

 

 

এমপি মজিদ খানের ব্যক্তিগত সহকারি মোঃ সেলিম উদ্দিন দৈনিক “আমার হবিগঞ্জকে” এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন,এমপি মহোদয়ের শরীরে হালকা জ্বর ও সর্দি রয়েছে। এছাড়া আর কোনো উপসর্গ নেই। বর্তমানে এমপি মজিদ খান তার বরাদ্দকৃত ন্যাম ভবনে আইসোলেশনে রয়েছেন।

 

প্রসঙ্গত. সাংসদ মজিদ খান গত ৯ ফেব্রুয়ারি বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ১ম টিকা নিয়েছিলেন। টিকার পরবর্তী ডোজ নেয়ার আগেই তিনি কোভিড-১৯ করোনায় আক্রান্ত হলেন। সুস্থ্যতার জন্য হবিগঞ্জ-২ আসনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া কামনা করেছেন সাংসদ আব্দুল মজিদ খান।