কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজিউড়া ইউনিয়ন ভুমি অফিসের নির্মাণ কাজ শেষ হলে ও অফিস চলে ওমেন্স কর্ণারে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 23 August 2020
আজকের সর্বশেষ সবখবর

কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজিউড়া ইউনিয়ন ভুমি অফিসের নির্মাণ কাজ শেষ হলে ও অফিস চলে ওমেন্স কর্ণারে

অনলাইন এডিটর
August 23, 2020 11:20 pm
Link Copied!

 

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ভূমি অফিসটি সুতাং বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। পুরাতন অফিসটি ভেঙে নতুনভাবে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রাজিউড়া ইউনিয়ন ভূমি অফিস।

পুরাতন অফিসের কার্যক্রম প্রায় দুই বছর যাবত অস্থায়ী কার্যালয় হিসেবে বাজারে নির্মিত ওমেন্স কর্ণারেই চলছে । নতুন অফিসের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হলে ও ঠিক কি কারণে এখনো আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হচ্ছেনা তার কারণ জানা যায়নি।

এদিকে খুবই জরাজীর্ণ অবস্থায় অফিস করছেন ভুমি অফিসের কর্মকর্তারা। ওমেন্স কর্ণারের সাটার দুইটা নষ্ট, যেকোন সময় জরুরী কাগজপত্র হারিয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রেই গ্রাহকরা পাচ্ছেন না ডিজিটাল সেবা। অন্যদিকে বাজারের প্রাণকেন্দ্র ওমেন্স কর্ণারে ভুমির কার্যক্রম করায় বাজারের ক্রেতা ও বিক্রেতাদেরকে ও হয়রানীর শিকার হতে হয়। সকাল ১০ টায় ব্রাক্ষণডুরা থেকে খাজনা দিতে আসা বৃদ্ধ কবির মিয়াকে অনেকক্ষণ দাড়িয়ে থাকতে দেখা যায়। সরেজমিনে এ ব্যাপারে কথা বলার জন্য

রবিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টা ৫ মিনিটে রাজিউড়া ইউনিয়ন ভূমি অফিসে গেলে অবসরপ্রাপ্ত অফিস সহকারী সাজিদ উল্লাহ ছাড়া কাউকে পাওয়া যায়নি। পরে তহসিলদার আয়েশা আক্তারকে কল দিলে তিনি জানান, তিনি এসিল্যান্ড অফিসে অফিসে রয়েছেন। পরে ইউনিয়ন ভুমি সহকারী মো: আবুল কালাম চৌধুরী ১০.৩৮ এ অফিসে পাঠান।

অফিস ১০ টায় শুরু হলেও সবাই যথাসময়ে না আসার কারণ জিজ্ঞেস করলে , অফিস সহকারী সাজিদ উল্লাহ বলেন, আমি অবসর নিয়ে চলে গেছি, আমি শুধু অফিস খুলি আর লাগাই, আর কোন দ্বায়িত্ব নেই আমার। তিনি বলেন, সবাই ফিল্ডে কাজে আছেন। নতুন অফিস কবে চালু হবে জিজেস করলে সাজিদ উল্লা জানান, নতুন অফিসের ফ্লোরের টাইলসে একটা ঝামেলা হয়েছে তাই দেরী হচ্ছে।

একই বিষয়ে রাজিউড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আয়েশা আক্তার এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, ভাই আমরা খুব কষ্টে অফিস করতেছি। সারা বাজারের ধুলোবালি ধবল আমাদের উপর দিয়েই যায়, ল্যাপটপ, কম্পিউটার ধুলোয় প্রলেপ জমে যায়। আমরা বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়টি অবগত করেছি।নতুন ভবনের কাজ শেষ হলেও ব্যবহার না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, মনে হয় কয়েকটি দরজা, জানালা লাগানো বাকি আছে, ঠিকাদার এখনো অফিস বুঝিয়ে দেয়নি তাই নতুন অফিসটি ব্যবহৃত হচ্ছেনা।এদিকে ঠিকাদারের নাম ও কন্টাক্ট নাম্বার চাইলে তিনি বলেন, আমি নাম জানিনা, আর ঠিকাদারের নাম্বার বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে।

একই বিষয়ে গত ৯ই ফেব্রুয়ারী হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খোয়াইয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন সদর উপজেলা (সহকারী কমিশনার ভুমি) মাসফিকা হোসেন জানিয়েছিলেন ৭-১০ দিনের মধ্যেই নতুন অফিসে কাজ শুরু করা হবে। কিন্তু আজো অবধি ওমেন্স কর্ণারেই অফিস চলছে।

এ ব্যাপারে কথা বলার জন্য দুপুর ১২.৩২ মিনিটে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি মাসফিকা হোসেনকে বার বার কল দিলে ও তিনি রিসিভ করেননি। পরে মুঠোফোনে উনাকে ক্ষুদে বার্তা পাঠালে ও উনার সাড়া মিলেনি।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, শাখাওয়াত হোসেন রুবেল জানান, যদিও রাজিউড়া ইউনিয়ন ভুমি অফিসটি সদরে পড়েছে, কিন্তু এর কার্যক্রম শায়েস্তাগঞ্জ উপজেলা থেকেই নিয়ন্ত্রণ করা হয়। আমি এখনই এসিল্যান্ডের সাথে কথা বলতেছি