সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালে আদালতের দেওয়া রায় বাতিলের দাবিতে গতকাল সোমবার (১০জুন) বৃন্দাবন সরকারি কলেজে মানববন্ধন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ২০১৮ সালে কোটাব্যবস্থা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, তার পুনর্বহাল দাবি করেছেন তাঁরা।
কোটা পুনর্বহালের চেষ্টা হলে আন্দোলনের মাধ্যমে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ‘সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটাপদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদ জানিয়ে এবং চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘কোটাব্যবস্থা পুনর্বহাল, মানি না মানব না’, ‘ছাত্রসমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা প্রথার কবর দে, সারা বাংলায় খবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ভেবে দেখুন বারবার, কোটা প্রথার কী দরকার’ নানা শ্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে ‘সকল কোটা বাতিল হোক, যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক’, ‘কোটা নয়, মেধা চাই’, ‘কোটাপদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘যৌক্তিক কোটা সংস্কার চাই’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড ছিল৷