কে হচ্ছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কান্ডারী ? - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 September 2021
আজকের সর্বশেষ সবখবর

কে হচ্ছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কান্ডারী ?

Link Copied!

স্টাফ রিপোর্টার :   দীর্ঘ প্রায় ১ যুগ পর হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫সেপ্টেম্বর) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে এ সম্মেলনের অনুষ্ঠানিকতা শুরু করা হয়।

 

হবিগঞ্জের এই প্রথম ভার্চুয়াল সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিলো নানা আলোচনা। এদিকে, কে হচ্ছেন হবিগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের কান্ডারী তা নিয়ে সর্বত্র চলছে জল্পনা-কল্পনা। মূলত সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই শীর্ষ পদ নিয়েই জেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তর্ক।

২/১ দিনের মধ্যেই কেন্দ্র থেকে ঘোষণা হতে পারে কাঙ্কিত ফলাফল। তবে পদ হারানোর শঙ্কায় একেকজন ক্রয় করেছেন একাধিক মনোনয়ণ ফরম। পদ পেতে এ কমিটিকে ঘিরে একাধিক গ্রুপের পক্ষ থেকে চলছে জোর লবিং।

 

 

 

 

 

ছবি : ভার্চুয়াল বক্তব্য রাখছেন আফম বাহা উদ্দিন নাসিম

 

 

 

 

 

 

 

 

সুত্র জানায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে প্রার্থীরা হলেন, ‘আব্দুল আওয়াল দুদু, অমল কুমার দাশ পলাশ, এড. ফয়জুল বশীর চৌধুরী সুজন, শেখ সেবুল আহমেদ, মোস্তফা কামাল আজাদ রাসেল এবং কেএম শাহীন। সাধারণ সম্পাদক পদে আছেন, মোঃ রফিকুল ইসলাম, নজরুল ইসলাম শামীম, আব্দুল আউয়াল দুদু, এড. ফয়জুল বশীর চৌধুরী সুজন, শেখ মিজানুর রহমান মিজান, কেএম শাহীন, সাদিকুর রহমান মুকুল, সামিউল হক শুভ, শেখ আবুল কাশেম, মাহবুবুর রহমান সানিসহ আরও কয়েকজন।

 

 

 

 

 

ছবি : জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হচ্ছে

 

 

 

 

 

 

 

 

সকালে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এড. ফয়জুল বশীর চৌধুরী সুজনের পরিচালনায় এর পরই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কার্যক্রম। শনিবার দিনব্যাপী হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হলে চলে সম্মেলন।

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরীর সঞ্চালনায় ভার্চুয়ালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহা উদ্দিন নাছিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবু জাহির এমপি, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি, আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, শাহে নেওয়াজ মিলাদ গাজী এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, এড. মাহফুজা বেগম সাঈদা, আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, কৃষিদিব আফম মাহবুবুল হাসান প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জণ গুহ উদ্ভোধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান জানান, উৎসব মূখর পরিবেশ সুন্দর একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

আমরা আশা করছি এ সম্মেলনের মাধ্যমে আগামীতে সুন্দর একটি সু-গঠিত কমিটি উপহার পাব। প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী আশা করছি, এখানে কোন মন্ত্রী এমপির কোটায় পকেট কমিটি হবে না, আমাদের সম্মেলন সফল হয়েছে।