কেয়া চৌধুরীর চমকঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হলেন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 30 November 2019

কেয়া চৌধুরীর চমকঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হলেন

অনলাইন এডিটর
November 30, 2019 7:40 pm
Link Copied!

রায়হান উদ্দিন সুমন ॥ আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এর বরাবরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দশম জাতীয় সংসদের আ’লীগের নির্বাচিত সংরক্ষিত আসনের সিলেট জেলার সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।তিনি শনিবার (৩০ নভেম্বর) এ মনোনয়ন পত্র জমা দেন।

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আ’লীগের আদর্শ বিশ্বাসী একজন নিবেদিত কর্মী।এছাড়া ও তিনি দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সিলেট জেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলীয় সভানেত্রীর লক্ষ্য বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন হবিগঞ্জ জেলা আ’লীগের সম্মেলনে গুরুত্বপুর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে হবিগঞ্জ জেলা আ’লীগ কে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল হতে শক্তিশালী করতে জেলা আ’লীগের সভাপতি পদে প্রার্থী হতে চান।

উল্লেখ্য, সিলেট বিভাগে এই প্রথম কোন নারী কোন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হলেন।

বাহুবল সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়