চুনারুঘাট প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক মোঃ আরিফুল হাই রাজীব এর উদ্যোগে আজ ও আগামীকাল ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভায় দোয়া, মিলাদ ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) জুম্মার নামাজের পর চুনারুঘাট পৌরসভার নয়ানী জামে মসজিদ, উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আসামপড়া বাজার ইউনিয়ন জামে মসজিদ, ২নং আহমেদাবাদ ইউনিয়নের সুন্দরপুর জামে মসজিদ ও পশ্চিম ঘনশ্যামপুর জামে মসজিদ, ৩ নং দেওরগাছ ইউনিয়নের মধ্য আমতলি জামে মসজিদ, ৪নং পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল জামে মসজিদ,
৫নং শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজার জামে মসজিদ, ৬ নং নরপতি ইউনিয়নের করিমপুর বায়তুল মুকাররম জামে মসজিদ, ৭ নং উবাহাট ইউনিয়নের শিমুলতলা মসজিদ, ৮ নং সাটিয়াজুরি ইউনিয়নের সুন্দরপুর বাজার জামে মসজিদ, ৯ নং রানীগাঁও ইউনিয়নের পাচগাতিয়া জামে মসজিদ ও দক্ষিণ রানীগাঁও জামে মসজিদ এবং ১০ নং মিরাশি ইউনিয়নের আইতন জামে মসজিদ সহ মোট ১৩ টা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আগামীকাল ১৫ আগস্ট শনিবার দুপুরে চুনারুঘাটের আমু চা বাগানের দুর্গা মন্দির, চান্দপুর চা বাগানের রাধাকৃষ্ণ মন্দির, চন্ডিছড়া চা বাগানের কালি মন্দির ও লস্করপুর চা বাগানের দুর্গা মন্দির এবং মাধবপুর সুরমা চা বাগানের দুর্গা মন্দির এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এছাড়াও ১৫ আগস্ট চুনারুঘাট পৌরসভার হাতুন্ডায় বাসুদেব মন্দিরে বিশেষ প্রার্থনা ও মধ্যবাজারে ১০০০ লোকের কাঙ্গালি ভোজ এর আয়োজন করা হয়েছে।