হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পবিত্রতা রক্ষার স্বার্থে ঈদগাহের পুকুরে টিকিটে বড়শী প্রতিযোগিতার নামে ‘জুয়া’ খেলা বন্ধসহ পুকুরটি রক্ষা করে সর্ব সাধারণের ব্যবহারের উপযোগী করে দিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী লিখিত আবেদনে উল্লেখ করেন, হবিগঞ্জ জেলা কেন্দ্রীয় ঈদগাহের অতি পুরাতন ও ঐতিহ্যবাহী পুকুরটি হবিগঞ্জের ধর্মপ্রাণ মুসলমান জনসাধারণের কাছে একটি পবিত্র স্থান হিসেবে চিহ্নিত। এছাড়াও স্থানীয়রা এই পুকুরের নিয়মিত গোসল করেন।
বিগত দিনে শহরের ২নং পুল বড় বহুলা এলাকার বাসিন্দা মৃত শের আলীর ছেলে আব্দুল আওয়াল লীজের শর্ত ভঙ্গ করে টিকিটের মাধ্যমে শত শত মৎস্য শিকারী জুয়াড়িদের দ্বারা অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে। ফলে বর্ণিত পুকুরটিতে অতীতের মত বর্তমানে স্থানীয় লোকজন আগের মত নিরাপদে গোসল কিংগা সাঁতার কাটতে পারছে না। গোসল কিংবা সাঁতার কাটতে গেলেই লীজ-কারী আব্দুল আওয়াল এবং তার সন্ত্রাসী প্রকৃতির লোকজন দ্বারা এলাকাবাসীদের অপমান ও লাঞ্ছিত করে আসছে।
আব্দুল আওয়াল ইদানীং প্রকাশ্যে প্রচার করছে আমি কাউকে পরোয়া করি না, আমি ঈদগাহ এবং ঈদগাহের পুকুরে যা ইচ্ছা তাই করবো। ঈদগাহের পবিত্রতা নিয়ে তার কোন মাথা ব্যথা নাই। এই পরিস্থিতিতে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পবিত্রতা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।