কৃষি ঋণ মওকুফ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবিতে হবিগঞ্জে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনের নিমতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম প্রধানের কাছে ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথক দু’টি স্মারকলিপিও প্রদান করা হয়। কৃষক নেতা জাফর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতা আরব আলী, তৌহিদ মিয়া কামাল মিয়া, ওয়াদুদ মিয়া,জামশেদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়াসিম প্রমূখ। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শফিকুল ইসলাম, সামছুর রহমান, শংকর শূক্লবৈদ্য, রইছ আলী, সিদ্দিক আলী, বিলাল মিয়া।
সমাবেশে বক্তাগণ বলেন, সম্প্রতি টানা অতিরিক্ত বৃষ্টিপাতে খোয়াই নদী দিয়ে ভারত থেকে নেমে আসা অতিরিক্ত বন্যার পানিতে হবিগঞ্জ জেলার অনেক অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যায়।বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ২ নং রিচি, ১নং লুকড়া, ৫ নং গোপায়া ইউনিয়নের অন্তর্ভুক্ত জালালাবাদ, রিচি, মোহনপুর, বহুলা, নোয়াগাঁও, কালনি, বগলাখাল, লোকড়া, ধল, হুরগাঁও, আনন্দপুর, দীঘলবাগ, সুলতান মাহমুদপুর, বরইউড়ি, রায়ধর, আলাপুর, যাত্রাবড় বাড়ি, জয় নগর, মতুন নগর, গোয়াল নগর, আশেরা, ভাটপাড়া, বামকান্দি, ফান্ডাইল, শ্যামপুর, নাজিরপুরসহ ৩০ টির অধিক গ্রাম বন্যার পানিতে তলিয়ে যায়। এতে কৃষকদের রোপনকৃত আমন ধানের চারা, রোপনের উদ্দেশ্যে প্রস্ততকৃত বীজতলা, সবজি ক্ষেত ও পুকুরের মাছ সব কিছুই পুরোপুরি ধ্বংস করে ভাসিয়ে নিয়ে গেছে।
ক্ষেতের ফসল ও সবজি হারিয়ে কৃষকগণ সর্বস্বান্ত। এছাড়া অনেক কৃষকের ঘর বাড়িরও অনেক ক্ষতি হয়েছে। তাই দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদান করা দরকার। এছাড়া সারাদেশের কৃষকদের বাঁচাতে কৃষি ঋণ মওকুফ ও নতুন করে সুদমুক্ত কৃষি ঋণ প্রদান করা দরকার।