কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লাখাইয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 12 December 2020
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লাখাইয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন পালন

অনলাইন এডিটর
December 12, 2020 7:57 pm
Link Copied!

ছবি; কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লাখাইয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন পালন

তৌহিদ মোল্লা, লাখাই : কুষ্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ‘‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অন’ কে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন লাখাই উপজেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল সকাল ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আবদুল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মহিউদ্দিন চৌধুরী, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর বিধান সোম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।