কালার ডোবায় ধানবাহী ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৫ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 July 2020
আজকের সর্বশেষ সবখবর

কালার ডোবায় ধানবাহী ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৫

Link Copied!

 


জি কে ইউসুফ, বানিয়াচং
: বানিয়াচং টু হবিগঞ্জ রাস্তার কালার ডোবা নামক স্থানে ধানবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) রাত ৮টায় কালার ডোবা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানিয়াচংগামী একটি সিএনজি অটোরিকশার সাথে ধান বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি খাদে পরে যায়। এবং ধানের বস্তা উপরে পরে বানিয়াচং জাতুকর্ন পাড়ার মোঃ আঃ কুদ্দুস (৫৫) ঘটনাস্থলেই মারা যান এবং পাঁচজন আহত হয়।

 

ছবি: নিহত আঃ কুদ্দুস (৫৫)

 

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এবং বানিয়াচং থানা ফায়ার সার্ভিসের লোকজন।

তারা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এবং নিহত আব্দুল কুদ্দুস মিয়ার লাশ ময়না তদন্তের জন্য রাত ১২ টায় মর্গে প্রেরণ করা হয়।