কাজী পদের প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারম্যান জজ মিয়া - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 August 2020
আজকের সর্বশেষ সবখবর

কাজী পদের প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারম্যান জজ মিয়া

অনলাইন এডিটর
August 12, 2020 12:06 am
Link Copied!

 

তারেক হাবিব : খাদ্য-বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রের ১০ টাকা কেজি চাল আত্মসাতের পর এবার ইউনিয়নের কাজী পদের প্রলোভন দিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়ার বিরুদ্ধে।

 

ছবি: ক্যাপশন হবে-ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া।

 

তবে এ বিষয়টি আর ইউনিয়নে সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছে আদালত পর্যন্তও। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির-নগর থানার আলিয়ারা গ্রামের সৈয়দ আহাম্মদের পুত্র নুর মোহাম্মদ ব্রাহ্মণডোরা ইউনিয়নের মসজিদে ইমামতি করার সুবাদে পরিচয় হয় চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়ার সাথে। এর কিছু দিনের মধ্যে ব্রাহ্মণডোরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার পদ শূন্য হলে ওই পদে নিয়োগের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নাগরিক নুর মোহাম্মদের সাথে ৬ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া।

নিয়ম অনুযায়ী ইউনিয়নের স্থায়ী নাগরিকদের মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার কথা থাকলেও ভুয়া নাগরিক সনদ, প্রত্যয়ণপত্র ইত্যাদি তৈরি করে নুর মোহাম্মদকে ব্রাহ্মণডোরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার পদে নিয়োগের চেষ্টা করেন জজ মিয়া। পরে বিষয়টি জানা-জানি হলে অসন্তোষ দেখা দেয় স্থানীয়দের মধ্যে।

ওই ইউনিয়নের সচেতন নাগরিক এসএম ফখরুউদ্দীন সাজিদ বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ জেলা সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এদিকে দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়ার বিরুদ্ধে বেরিয়ে এসেছে নানা অপকর্মের তথ্য। অলিপুর শিল্পাঞ্চল ফুটপাতের প্রতিটা দোকান থেকেই টোল আদায়, এলাকায় মাদকদ্রব্যের ছড়া-ছড়ি, স্থানীয় শিল্প কারখানায় শ্রমিক নিয়োগের মাধ্যমে তাদের বেতন থেকে ভাগ নেয়া, ভুয়া সার্টিফিকেট, জন্ম নিবন্ধন বাণিজ্য, পুরাইকলা বাজারের সিএনজি-টমটম মালিক সমিতির ১৪ লাখ টাকা আত্মসাৎ, পুরাইকলা বাজারে আওয়ামী লীগের অফিসে বসে মদ্যপানসহ রাতে জুয়া খেলা।

শাহজালাল দাখিল মাদ্রাসার সভাপতিকে সরিয়ে জোর পূর্বক-ভাবে পদ ভাগিয়ে নেয়া, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে টাকার বিনিময়ে আবার নিজেই থানা থেকে আসামী ছাড়িয়ে দেয়া আনা। উলুহর মসজিদের নামে দেয়া উপজেলা থেকে ৫০ হাজার টাকা আত্মসাতসহ নানা অভিযোগ।

হবিগঞ্জ জেলা সিআইডির উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দেব নাথ ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’কে জানান, আদালতের নির্দেশে তদন্ত কার্যক্রম চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে প্রাপ্ত তথ্য আদালতে পাঠানো হবে।

ভুক্তভোগী নুর মোহাম্মদ ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’কে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে জানান, ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়ার কথায় আশ্বস্ত হয়ে ওই ইউনিয়নের কাজী (নিকাহ-তালাক রেজিস্টার) পদ পেতে আমার ভিটে বাড়ী বিক্রি করে তাকে ৬ লাখ টাকা দিয়েছি। কিন্তু আমি পদ পাইনি। চেয়ারম্যান আমার টাকাও ফেরত দেননি। উল্টো তার লোকজন আমাকে হুমকি-ধমকি দিচ্ছে।

এ ব্যাপারে চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘নুর মোহাম্মদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া, কাজী নিয়োগে প্রক্রিয়া বোর্ডে আমি সদস্য ছিলাম। তার কাগজপত্র ঠিক না থাকায় তাকে বাদ দেয়া হয়েছে। সে আমার ইউনিয়নের নাগরিক না, আমার দেয়া কোন কাগজপত্র ব্যবহার করে থাকলে তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে মামলা হয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা আমাকে ডেকেছেন এ ব্যাপারে আমি তার কাছ থেকে সময় নিয়েছি। আশা করছি সবার ভুল ভাঙ্গবে। এ ব্যাপারে মামলা বাদী এসএম ফখরুদ্দীন আহমদ সাজিদ জানান, ‘‘অবৈধ নিয়োগের প্রতিবাদ করলে চেয়ারম্যান জজ মিয়া আমার বিরুদ্ধে পুরো ইউনিয়নে মাইকিং করে প্রতিবাদ সভা করে। তার সাঙ্গ-পাঙ্গরা আমাকে হুমকি-ধমকি দেয়। পরে আমি আদালতের দ্বারস্থ হই। বর্তমানে এ নিয়ে আমি আতঙ্কে দিন-যাপন করছি’’।

যোগাযোগ করা হলে স্থানীয় সরকার উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, চেয়ারম্যানের অবৈধ কাগজ প্রদানের বিষয়টি প্রমাণিত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।