কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে উদীচী বানিয়াচং শাখার সভায় দাঁড়িয়ে নিরবতা পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 21 May 2022
আজকের সর্বশেষ সবখবর

কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে উদীচী বানিয়াচং শাখার সভায় দাঁড়িয়ে নিরবতা পালন

Link Copied!

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বানিয়াচং উপজেলা শাখার সভায় শোক ও শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

শুক্রবার (২০ মে) ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় নিরবতা পালন করা হয়।

‘শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই শ্লোগানকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক এ সংগঠনের ২২ তম জাতীয় সম্মেলন
আগামী ২,৩ ও ৪ জুন ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে সংগঠনটির বানিয়াচং শাখার এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ’র সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি বন্ধু মঙ্গল রায় এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি আজমান আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উদীচী বানিয়াচং শাখার সাবেক সভাপতি স্বপ্না রায়, বর্তমান সহ-সভাপতি তৌহিদুর রহমান পলাশ, সমাপ্তি রায়, সম্পাদক মন্ডলীর সদস্য রুবিনা আক্তার রুবি, সদস্য দিপিকা রায়, অমিতা রায়, লিপি সুলতানা মনি, নাজিরা আক্তার নিলি, হেনা আক্তার পলি প্রমুখ। সভায় নতুন সদস্যদের উদীচী’র সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে ধারণা এবং জাতীয় সম্মেলনে অংশগ্রহনের ব্যাপারে প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভা শেষে কবিতা আবৃত্তি করেন জেলা উদীচীর সভাপতি বন্ধু মঙ্গল রায়।