কর্মহীন ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 July 2020
আজকের সর্বশেষ সবখবর

কর্মহীন ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি

Link Copied!

মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ : নবীগঞ্জ পৌরসভার কর্মহীন ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ’র বিশেষ বরাদ্দ থেকে প্রতি জনে ১০ কেজি চাল এবং আধা লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।

 

ছবি: সহায়তা প্রদান করছেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি।

 

এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবক লীগ’র সভাপতি ইকবাল আহমেদ বেলাল ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।