ঢাকাSunday , 1 September 2024
আজকের সর্বশেষ সবখবর

কর্তৃপক্ষের নানা অনিয়ম ও দুর্নীতি : ডুবতে বসেছে শহরতলীর আবু জাহির উচ্চ বিদ্যালয়

তারেক হাবিব
September 1, 2024 9:17 am
Link Copied!

বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের অনিয়ম দূর্নীতিতে ডুবতে বসেছে হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামের আবু জাহির উচ্চ বিদ্যালয়। এই অকর্মের প্রধান কারিগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান। ক্লাস বাণিজ্য, খন্ডকালিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অর্থ বাণিজ্য, সাবেক এমপি আবু জাহিরের মাধ্যমে অবৈধভাবে শিক্ষক/কর্মচারীদের এমপিও, খন্ডকালিন শিক্ষকদের সঙ্গে অনিয়ম ও বেতন নিয়ে ছলচাতুরী, বিদ্যালয়ের জায়গায় দোকান নির্মাণ, বিদ্যালয়ের নির্ধারিত কম্পিউটার ল্যাব এনজিও’র কাছে ভাড়া দিয়ে টাকা আত্মসাত, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের নামে সরকারি অর্থ উত্তোলণ করে কাজ না করেই আত্মসাতসহ এহেন অপকর্ম নেই যা তিনি করেননি। অভিযোগ আছে, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরকে ম্যানেজ করে একচেটিয়া লুটপাট করেছেন প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান।

নামে বেনামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে উত্তোলন করেছেন টাকা। সরকারি সহায়তা পেতে সাবেক সংসদ সদস্য আবু জাহিরকে আগাম কমিশন দিয়ে রাখতেন প্রধান শিক্ষক। সুত্র জানায়, দুই সহকারী শিক্ষকসহ ইনডেক্স আছে মোট ৭জনের। নিজের কোন ইনডেক্স না থাকলেও সবার কাছে নিজেকে সবার কাছে নিজেকে ইনডেক্সধারী হিসেবেই পরিচয় দিতেন আসাদুজ্জামান।

ইনডেক্সধারীরা হলেন, সহকারী শিক্ষক কলি রানী দত্ত (ইনডেক্স নং- এন ৫৬৮৬৩১১৮), মোঃ জাহাঙ্গীর আলম (ইনডেক্স নং-৫৬৮৭২০২৬), অফিস সহকারী মোঃ জালাল উদ্দিন (ইনডেক্স নং-এন ৫৬৮৫০৯৩৪), পরিচ্ছন্নতাকর্মী মোঃ ফয়েজ আহমেদ (ইনডেক্স নং-৫৬৮৪৮৩৬৬), নৈশ প্রহরী রাসেল মোড়ল (ইনডেক্স নং-৫৬৮৬৬৫৭৪), পিওয়ন শেফা আক্তার (ইনডেক্স নং-৫৬৮৬৬৫৭২), নিরাপত্তাকর্মী মোঃ সাইদুর রহমান (ইনডেক্স নং- ৫৬৮৬৬৫৭৩)।

এই প্রতিষ্ঠানের ইনডেক্সবিহীনরা হলেন, প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক মিষ্টু আক্তার, রেখা আক্তার, মোঃ জানে আলম চৌধুরী, মোঃ জিয়াউর রহমান এবং আয়া রিনা খাতুন। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, বেশীরভাগ শিক্ষকদের সাথে খিটখিটে মেজাজ দেখাতেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান। একটু এদিক ওদিক হলেই চাকরি খেয়ে ফেলার হুমকি দেয়া হতো। সারাক্ষণ হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরকে দিয়ে সবাইকে ভয় দেখাতেন।

অনিয়ম দুর্নীতিবাজ এবং ইনডেক্সধারী না হয়েও প্রধান শিক্ষক পদে বহাল থাকায় প্রশ্ন উঠেছে জনমনে। এদিকে, হত্যা মামলার আসামী হয়ে পলাতক থাকায় অভিযুক্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানের বক্তব্য গ্রহন করা সম্ভব হয়নি।