বার্তা সম্পাদক : করোনা ভাইরাসের এই মহামারীতে সম্পূর্ণ এক ভিন্ন রূপে হাজির হয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন তারা। আর এ কাজে নেমে রীতিমতো অসহায় মানুষের ত্রাতারূপে আবির্ভাব হয়েছেন পুলিশ সদস্যরা।
কটি দেশে পুলিশের ভূমিকা প্রাতিষ্ঠানিক রীতিনীতি কাঠামো দিয়ে পরিচালিত হলেও মূলত একজন পুলিশ সদস্য কাজ করেন একজন সমাজকর্মীর মতো। বাংলাদেশে পুলিশের এমন ভূমিকা গৌরবের। কিছু বিচ্ছিন্ন ঘটনাবলী ছাড়া পুলিশের মূল অংশ জনসাধারণের পাশে থেকেছে এমন উদাহরণই বেশি। জনগণের পাশে থেকে তাদের বিপদে-আপদে সে নিজেও আক্রান্ত হয়েছে, পরিস্থিতির শিকার হয়েছে এমনকি জীবনও দিয়েছে এমন দৃষ্টান্ত অঢেল। দুর্ভাগ্যবশত সেসবের অনেক বিবরণই পত্রিকায় প্রকাশিত হয় না বা লোকচক্ষুর অন্তরালে থেকে যায়।
যে কোনো সমস্যায় এখন সবার আগে কাছে পাওয়া যাচ্ছে পুলিশকেই। দিন-রাত আরামের ঘুম হারাম করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে এই বাহিনীর সদস্যরা। বর্তমান পস্থিতিতিতে মানবিক তৎপরতা পুলিশ বাহিনীকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। নানা সময় সমালোচনার মুখে পড়া এই বাহিনী এখন ভাসছে প্রশংসায়। পরিণত হয়েছে মানুষের সত্যিকার বন্ধুতে।
কিন্তু এই করোনা সঙ্কটে তাদের মানবিকতা সত্যিই আমাদের প্রেরণা জুগিয়েছে। মানবিকতার এ কাজ করতে গিয়ে হাজারো পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং বেশ ক’জন মারা গেছেন। এ বাহিনী করোনা প্রতিরোধ আন্দোলনে এক অনন্য ভূমিকার জন্য দল-মতের ঊর্ধ্বে আপাময় মানুষের ভালোবাসা অর্জন করে চলছে।

ছবিতে অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র,পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য অফিসার বৃন্দ । ফাইল ছবি
করোনা পরিস্থিতি আসার আগ থেকে হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহর নানাবিধ কর্মকান্ডে পুরো জেলা জুড়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্যরা । এলাকায় দাঙ্গা,বাল্যবিবাহ,দেশীয় অস্ত্র উদ্ধার থেকে শুরু করে চুরি-ডাকাতি রোধে ব্যাপক কাজ করেছেন জেলা পুলিশ থেকে শুরু করে উপজেলার প্রতিটি থানার পুলিশ।
সম্প্রতি করোনা ভাইরাসের হাত থেকে জনগণকে রেহাই দিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সচতেনতা বৃদ্ধিতে এমনকি বাজার তদারকি মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিনিয়ত অংশ নিচ্ছে এই পুলিশ বাহিনীর সদস্যরা। তবে ইদানিং করোনার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের নিজনিজ এলাকায় আসার ফলে দাঙ্গা-হাঙ্গামাও একটু বেড়েছে।
যেখানেই দাঙ্গা-হাঙ্গামা বা ঝগড়াঝাটি হচ্ছে সেখানকার দায়িত্ব পুলিশ সদস্যদের কাছে তাদের ব্যবহৃত মোবাইলে রিং দিলেই তারা যত দ্রুত সম্ভব সেখানে পৌছানোর চেষ্টা করছেন। করোনা পরিস্থিতি আসার পরে চুরি-ডাকাতি অনেকটা কমে গেছে। তবে ছোটখাট ছিচকে চোরদের উপদ্রপ একটু বেড়েছে ইদানিং।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) মো: শেখ সেলিম দৈনিক “আমার হবিগঞ্জ” কে বলেন-জাতির যে কোন দুর্যোগ ও ক্রান্তিলগ্নে পুলিশ জনগনের পাশে ছিল আছে আর থাকবে। মানুষকে নিরাপত্তা দেয়াই পুলিশ সদস্যদের কাজ। করোনা সংক্রমণ রোধে বর্তমান সময়ে পুলিশ গুরুত্বপুর্ণ কাজ করে যাচ্ছে। নিজেদের জীবন বাজি রেখে করোনার সাথে বিনা অস্ত্রে যুদ্ধ করে যাচ্ছে তারা ।আমরা সেই যুদ্ধে অবশ্যই সফল হব।
হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ দৈনিক “আমার হবিগঞ্জ” কে জানান,আমরা চেষ্টা করে যাচ্ছি,কতটা মানুষের পাশে থাকা যায়। আর এখন সেটাই পুলিশের জন্য খুব জরুরী কাজ হয়ে দাঁড়িয়েছে।