আবুল হাসান মোল্লাঃ করোনা সংক্রমণ রোধে ইতোমধ্যে লকডাউন চলছে পুরো দেশে। এমন পরিস্থিতিতে বিপদে পড়ছেন স্বল্প,মধ্য আয়ের মানুষজন, ছিন্নমূল জনগোষ্ঠী, গরীব,অসহায় ও খেটে খাওয়া মানুষেরা।
করোনা সঙ্কটে কর্মহীন প্রান্তিক ও বিপদগ্রস্থ এ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জে অবস্থানরত সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ”সাস্টিয়ান হবিগঞ্জ।”
সাস্টিয়ান হবিগঞ্জ সূত্রে জানা যায়,আগামী ৩০ এপ্রিল ২০২০ (বৃহস্পতিবার) সংগঠনটির উদ্যোগে ১ম ধাপে ১০০ জন অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের দুয়ারে প্যাকেজ আকারে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে। এ প্যাকেজ এ আওতায় থাকবে ৫ কেজি চাল,২ কেজি আলু, আধা কেজি ডাল, ৫০০ গ্রাম তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ পিস করে সাবান।
উল্লেখ্য যে, গত এক সপ্তাহের ব্যবধানে জ্যামেতিক হারে বাড়ছে হবিগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, নার্স সহ হবিগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা ৪৮ জন। যার মধ্যে ২২ জনই ডাক্তার,নার্স ও প্রশাসনের কর্মকর্তা।