করোনা রোধে একজন পুলিশ অফিসারের সচেতনতামূলক পোস্ট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 April 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনা রোধে একজন পুলিশ অফিসারের সচেতনতামূলক পোস্ট

Link Copied!

নিউজ ডেস্ক :  এখনো সময় আছে – ঘরে থাকুন এই আহবান জানিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে করোনা রোধে সচেতনতামুলক পোস্ট করেছেন বাংলাদেশ পুলিশের মৌলভীবাজার সদর থানার ওসি অপারেশন্স হুমায়ুন কবির। নিচের তার পোস্ট হুবহু তোলে ধরা হল–
রাস্থা ঘাটে, বাজারে,দোকানে,বাসা বাড়িতে পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছে পুলিশ, একটাই আবেদন দয়া করে ঘরে থাকুন।করোনা যুদ্ধ্বে পুলিশ করছেনা এমন কোন কাজ নাই ডাক্তার, নার্স,স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুকী নিয়ে আপনাদের সেবা করে যাচ্ছেন অবিরাম। মৃত্যুকে তোয়াক্কা না করে প্রশাসনের লোকজন আপনাদের দ্বারে দ্বারে ঘুরছেন,একটাই আর্জি,দয়া করে ঘরে থাকুন। আপনার কষ্টের জমানো টাকা নির্দিদায় উত্তোলন নিশ্চিত করছেন ব্যাংকাররা। যে যেখানে আছেন সেখানে থাকুন।আপনার বাড়ি সিলেটে,বানিয়াচং এ মৌলভীবাজারে, আপনি কাজ করেন ঢাকা,চট্রগ্রামে,শুধু শুধু কেন এখন বাড়িতে যাবেন? আপনি কি জানেন আপনার শরীরে ইতিমধ্যে কভিড ১৯ বাসা বেধে আছে কিনা? আপনি কি জানেন আপনার কারনে নষ্ট হয়ে যেতে পারে একটি পাড়া কিংবা পুরো একটি উপজেলা। একটু ধৈর্য্য ধরুন।
রাতের আধারে চুরি করে,পালিয়ে,মাছের গাড়িতে,মালের গাড়িতে করে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। সরকার যা যা নিষেধ করছে।সেটাই বেশি বেশি করছেন। বিয়ে,মোসলমানী,শির্নি,মিলাদ,জন্মদিন এরকম জনবহুল অনুষ্টান বর্জন করুন। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এখনো জানিনা কত লোক করোনা আক্রান্ত।আপনার আমার চারপাশে শত শত করোনা পজিটিভ রোগী ঘুরে বেড়াচ্ছে দিব্বি।আপনার সাথে ধাক্কা লাগছে,তার মুখের শ্বাস সাথে ভাইরাস আপনার শরীরে প্রবেশ করছে নীরবে,আপনি ঘুর্নাক্ষরেও টের পাচ্ছেন না। যখন টের পাবেন,তখন অনেক দেরী হয়ে যাবে।

ছবি : মৌলভীবাজার সদর থানার ওসি অপারেশন্স হুমায়ুন কবির

কোন কাজ ছাড়া কেনো বাহিরে যাচ্ছেন?একবারো নিজের পরিবারের কথা ভাবছেন না।আপনি যদি করোনা আক্রান্ত হোন আপনার অবস্থা কি হবে? আপনার পরিবার কোথায় আশ্রয় নিবে? ভেবেছেন কখনো? আপনাকে ঘরে রাখার জন্য আমাকে বের হতে হচ্ছে।এতে আমি আক্রান্ত হচ্ছি,আমার পরিবার ঝুকীতে পড়ছে। কেনো? আমি আপনার জন্য ঝুকীতে কেনো পড়বো? চিন্তা করেছেন কখনো? এই দুঃসময়ে পান,জিলাপী,কুর্মা,পোলাও বাখরখানি না খেলে কি হয়না? যারা বন আলু আর কচু সিদ্দ্ব করে খেয়ে জীবন কাটাচ্ছে তাদের কথা চিন্তা করেন।
বিধিনিষেধ মানছেন না,বরং আইনকে বৃদ্ধাংগুলি দেখাচ্ছেন। ঘটা করে আবার সামাজিক গন মাধ্যমে সবাইকে জানাচ্ছেন। আজ এটা করেছেন,কাল সেটা করবেন। নিজেকে একবার একজন করোনা রোগী মনে করে একটু চিন্তা করে দেখেন। আপনি যখন জানতে পারবেন আপনার করোনা হয়েছে,আপনার অবস্থা কি হবে? কোথায় যাবেন? আপনার পরিবারের কি হবে? জীবনের থেকে সত্য এবং সুন্দর পৃথিবীতে আর কিছু নাই।
মো হুমায়ুন কবির
ইন্সপেক্টর অব বাংলাদেশ পুলিশ ও
ওসি অপারেশন্স ,মৌলভীবাজার সদর থানা