করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার দিলেন ডা.কামরুল হাসান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 2 August 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার দিলেন ডা.কামরুল হাসান

Link Copied!

জাহাঙ্গীর আলম, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ৩টি অক্সিজেন সিলিন্ডার দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ব বিদ্যালয়ের নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার।

ছবি: চিকিৎসা সামগ্রী হস্তান্তর করছেন ডা.কামরুল হাসান।

 

রবিবার (০২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের হাতে তিনি অক্সিজেন সিলিন্ডার ডাক্তারদের সুরক্ষা সরঞ্জামসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিচালক রিপন কবির লস্কর, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোজাম্মেল হোসেন, চুনারুঘাট হাসপাতালে আর এম ও ফাতেমা হক, ডা.তনমুন তরফদার, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সাবেক সহ সভাপতি জিয়াউল হাসান তরফদার মাহিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাসুম তরফদার, নুর উদ্দিন সুমন, ব্যবসায়ী ও সমাজসেবক এমদাদ চৌধুরী।